![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
জমানো প্রহর বিক্রয় করে কোন এক বৃহস্পতিবার
কিনেছি তোর কণ্ঠ ;
খুউব মিহি এবং দানাদার ।
কবিতার একটি বই
মানুষের এপিঠ-ওপিঠ যেখানে প্রতিবিম্বিত হয়,
সেখানে দেখেছি তোর হৃদয়ের থালা বাসন,
টুং টাং শব্দ হয় ।
ঘোলা মেঘের জলে যেখানে বুদ বুদ তোলে
পুরোনো অভিযোগ,
খোপার হলুদ জবা সেখানে ডুবিয়েছি;
নতুন জামদানি শাড়ি এসেছে উঠে;
নতুন কারিশমা দেখিয়েছি ।
আমার চিবুক জুরে বৃহস্পতিবার,
তোর পৃথিবীতে খরচ বেড়েছে তাই
ধার করে কিছু কিনেছি খাবার ।
ধরণীর শীতল মেরুতে চল ভ্রমণ করা যাক ।
রোজ বৃহস্পতিবার, বরফে জমে যাক ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে আন্তরি ধন্যবাদ । আপনার জন্যেও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ +++++++++
ভালো থাকবেন অনেক