![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
আজ ব্যালকনিতে ভোর এসেছে
তোর টুকিটাকি অজুহাত গুলো পেরুতেই কেটে গেল অগণিত সকাল ।
কুটুম পাখিটা দেবদারু গাছে বসে প্রতিদিন বলে “মন ভালো নেই” ।
বাতাসের ধুলো জমাট বেধে পাথর হয়েছে।
রাজ পথে যখনি জমেছে উসকো-খুসকো পাগলাটে রোদ,
পালিয়েছি তোর হাত ধরে দুপুরের নদী যেখানে বাষ্পীয় হয়,
মনে মনে রঙিন মেঘ ছুঁয়েছি কাচের চুরিতে !
তোর কাঁঠালি চাপার ঠোঁট
নাকের উচ্চতা, শিশুতোষ দুটি চোখ দেখে;
গতানুগতিক অজুহাত গুলোয় হেঁয়ালি করেছি।
আধুনিক বার্তাবাহকে বয়ে, হুট-হাট সংক্ষিপ্ত সম্বোধন;
উত্তরও দিয়েছি অনেক । আজ না হয় নিশ্চুপ রবো।
আজ ব্যালকনিতে ভোর এসেছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৫
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ...... ভালবাসা নিন
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯
কলমের কালি শেষ বলেছেন: দারুন কবিতা । পড়ে ভাল লাগলো ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮
শ্লোগান০০৭ বলেছেন: আপনার তরে শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর একটা কবিতা +
শুভেচ্ছা নিবেন