![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
এ আকাশ ওজনে খুবই হালকা
কাঁধে নিয়ে আছে বেওয়ারিশ যত বৃদ্ধ।
যে সন্তান জন্ম নিয়েই পৃথিবী গিলে খায়
গিলে খায় গাছ পালা, বন ভোজন, ফুল, ফাল্গুন, রিকসা ভ্রমণ,
সাজানো বন্ধুত্ব, ভরা পূর্ণিমায় অভিসার,
চড়ুই পাখির বাসা, যা পায় মুখে তুলে নেয়,
অথবা ফেলে দেয় ভীষণ অতীতে।
ওরা শিখে নেয় পৃথিবী মানেই বেওয়ারিশ একটি বৃক্ষ;
যার কাঁধে ঝুলবে হালকা আকাশ,
যেখানে শূন্যতা আছে, স্পর্শ নেই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যেবাদ..../ আন্তরিক ভালবাসা আপনার জন্যে।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ একটা কবিতা ++ কজন পারে এমন লিখতে !
ভালো থাকবেন ভ্রাতা