![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
আমি একজন অখ্যাত পথিক,
ভাবনার ম্যানগ্রোভ অরণ্য পাড়ি দিয়ে, অস্ট্রেলিয়ার মতো আবিষ্কার করেছিলাম হঠাৎ;
পথের ধুলোয় এক গুচ্ছ টক টকে লাল বেদনা
যেন হোঁচট খেয়ে পড়ে আছে অনন্তকাল, আঙুল ধরে উঠাবার কেউ নেই;
আপত্তি নেই কোন পথিকের,
কোন প্রশ্ন নেই কার সত্ত্বাধিকারী তুমি !
মোটা দেয়ালের দালানগুলো, ভেতরের মানুষ ছাড়া
ক্ষণিকের জন্যেও ভাবেনা বাহিরের বিষণ্ণতার কথা,
রেললাইনের মতো বয়ে চলা বৈদ্যুতিক তারে, দৃষ্টিগুলো দ্বিখণ্ডিত হয়ে আছরে পরে ;
ইস্পাতের বাহনগুলোর নিঃশ্বাসে নির্গত কার্বনে
অভাগা আকাশ দিগন্ত থেকে দূরে সরে যায়।
আজ আবারো ছুঁই ছুঁই সন্ধ্যা নেমেছে;
পথে পথে রমণীদের আশ্চর্য ভঙ্গিমা।
দাড়িয়ে থাকার ক্লান্তি নিয়ে বৃক্ষগুলো বাঁধা নৌকোর মতো ঝিমুতে বসেছে,
বুকের গভীরে গুটিয়ে নিয়েছে ছায়া।
পায়ে হাটা পথগুলো মানুষের পদ ভারে নুয়ে গেছে নিভৃতে।
বেদনা গুলো পথে যেভাবে ছিলো ওভাবেই পড়ে রয় ,
যেন ফেলে দেয়া প্রসাধনী অথবা নিষ্ক্রিয় বিস্ফোরক।
২| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ...। ভালবাসা নিন
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৪
কলমের কালি শেষ বলেছেন: অনেক সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:২১
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ +++++++
ভালো থাকবেন