নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

আশ্রয়

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৪


পৃথিবীর বায়ুমণ্ডল আহার যুগিয়েছে আমায়;
তৃষ্ণা কাতর প্রার্থনায় ঝরে জলের বর্ষণ।
বর্ণের তফাৎ আর প্রাচুর্যের মানদণ্ডে বিভক্ত সকল মানচিত্র,
অথচ মৃত্তিকাই এর মৌলিকতা।

একই নাবিক পৃথিবীর উঠোনে ফলায় ফসল ।
একই মানুষ সম্পর্ক বোনে স্পর্শের সুতোয় ।

যে গ্রহে মানুষ নেই কোন, মাটির গন্ধ নেই কোন,
দূর থেকেই হোক আলোকিত রাত্রির সামিয়ানায় ।
আমি মাটির আলো চাই, মানুষ আশ্রিত পৃথিবী চাই।

পৃথিবী আমার দোলন চাপার দোতলা বাড়ি;
উপর তলায় দোল খেয়ে যাই জীবনের যাবতীয় বাসনায়,
নিচের তলায় মিশে যাই নিভৃতে অনন্ত যাত্রায় ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগলো । :)

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

ঈদের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.