নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

শারদীয় অপেক্ষা

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫

বন্য শিকারির মতো উৎসুক আমি
সারিবদ্ধ শালবনের শাখা প্রশাখায় দৃষ্টি ছিলো
ছিলো বৈপ্লবিক অপেক্ষা আমার
তোর দর্শনে এবার স্পর্শের বোনা ফাঁদ পেতেছি
তোর হাসির চিহ্নগুলো চিবুক থেকে রোপণ করব সাহারায়
ভালবাসার সবুজ বিশ্রামাগার হবে অঙ্কুরিত ।

সুরেলা রাত্রিগুলো মহুয়ার মতো মিশে আছে তোর নয়নে জানি
আমি বিলীন হতে বিধাতার কাছে বার্তা দিয়েছি তাই ।
প্রাচীন মায়াপুঞ্জিকায় জেনেছি; তুই আসবি যখন,
চঞ্চুতে রবে রজনীগন্ধা, প্রতি পূর্ণিমায় তোর সাথে সমুদ্র ভ্রমণে যাবো ।
প্রাণের পৃথিবী রাজমহল হয়ে যাবে তোকে জরালেই।

সময়ের তসবিহ গুনি সেই থেকে শিউলি ফুলের মালায়
পূজোর প্রসাদের মতো অপেক্ষাগুলো,
মুহূর্তগুলো হয়না অতীত ।
পাঁজরের বা পাশে বাজে হারমোনিয়াম,
“শালবনের শাখায় তুই আসবি
রাজকীয় পায়রা হয়ে”।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭

তানভীর আকন্দ বলেছেন: বেশ কিচু চমকপ্রদ চিত্রকল্পের সন্ধান পাওয়া গেল। প্রকরণের দিক থেকে কবিতাটা চমত্কার লাগল, কিন্তু কনসেপ্টের দিক থেকে একটু সেকেলে! তবে সর্বিক বিবেচনায় ভাল লিখেছেন। শুভকামনা রইল

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২১

শ্লোগান০০৭ বলেছেন: আলোচনা এবং সমালোচনার জন্যে আন্তরিক ধন্যবাদ.....।/ অকৃত্রিম ভালবাসা নিন :) । বিষয়বস্তুর ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবো ।

২| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন ভ্রাতা ++++++++

শুভকামনা অনেক :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

শ্লোগান০০৭ বলেছেন: :) দারুণ ধন্যবাদ ভ্রাতা

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পাঠে মুগ্ধ হলাম । :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

শ্লোগান০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ.........../ পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.