![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
লাবণ্য; তোর প্রেমে পড়ে গেছি
তোকে আঁকব ব’লে কলমে দিয়েছি হাত
তোর ঢেউ তোলা গালে থমকে গিয়েছে ঘুম
চিবুকের চারিধারে অলীক নীরবতা, বিলাসী ঠোঁটের হাসি,
নীল দরজা, লাল মেহরাব, বেগুনী রঙের চাঁদ
তোকে দেখলেই উলট-পালট রঙ।
লাবণ্য; তোকে বন্দি করেছে
এলোমেলো রাত ছবির ফ্রেমের মতো
সময়ের কাটা তোর আঙুলে রুপোর আঙটি যেনো
তোর দৃষ্টি যুগল উদিত সুপ্রভাত।
লাবণ্য; তুই কবিতার খাতায় শেষ পৃষ্ঠা
উল্টো পথে শুরু; সমাপ্তি নেই উপমার ঢেউ
আলোয় হাবুডুবু ।
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ..........। পাশের থাকার জন্যে কৃতজ্ঞ
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮
আহমাদ ইবনে আরিফ বলেছেন: ভাল লাগল। চালিয়ে যান
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ......... ভ্রাতা
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭
নির্বোধ পাঠক বলেছেন: বিক্ষিপ্ত কথামালায় লাবনীর ছবি বেশ সুন্দর এঁকেছেন!
বেশ লাগল, অভিনন্দন।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ...... ভালবাসা নিন ভ্রাতা
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা
ভালো থাকবেন
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
শ্লোগান০০৭ বলেছেন: আপনিও ভাল থাকবেন ভ্রাতা.....। ভালবাসা নিন
৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৭
সাইফুল ফরিদপুর বলেছেন: কেমন লবন লবন
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫
শ্লোগান০০৭ বলেছেন: এটাইতো ভালো....। আয়োডিন পাবেন
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগল/
চালিয়ে যান
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ.... । ভালবাসা নিন কবি
৭| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০
এমএম মিন্টু বলেছেন: অসাধারন ভালো লাগলো ।