![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
তোর যখন তখন ঘাস ফুল হয়ে যাওয়া কথা
আমার ভালো লাগে
তোর যখন তখন চাঁদ হয়ে যাওয়া হাসি
আমার ভালো লাগে
ভালো লাগায় যেন নিয়ম হয়ে গেছে
তোর গম্ভীরতায় রজনীগন্ধার সুবাস খুঁজে পাই
তোর অশরীরী অনুভূতি, হাত দিয়ে ছুঁয়ে দেখি
তোর উপস্থিতি যেন বার বার ভুল করে চাই ।
চাওয়ার প্রথম আকাশে, সাত রঙা স্বপ্ন আছে
এমনি করে সাতটি আকাশ আমার ডায়েরীতে বিছানো
উল্টো গিয়ে প্রতিটি পৃষ্ঠা, তোর প্রতি ভালো লাগা
কালো অক্ষরে হয়ে ওঠে গোছানো ।
আমি আবৃত হয়ে পড়ি আবেগে
বিকলাঙ্গ মস্তিষ্ক হাটতে শিখে
তোর রুপালী পদচিহ্ন ছুঁয়ে।
ধুলো পড়া পৃথিবীর নিয়মে,
ভুলে যাই মৃত্যুর দায়, আমি নতুন করে কবিতা লিখি
শিখতে গিয়ে সাজানো জীবন, ভুল করে তোকে ভালোবাসতে শিখি ।
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৪
শ্লোগান০০৭ বলেছেন: নিয়মিত পাশে আছেন...। ভালবাসা নিন
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
ভালো থাকবেন