![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
সে এখন সকালের বায়ু
তন্দ্রা ভাঙা পিয়াল পাতার শব্দ শোনে ।
সে এখন সর্ষে-ইলিশ, ঘর ছাড়া পথ
আনমনা হয়ে ফিরেই আসে ।
সে এখন সখির বাঁধা হলুদ ফিতের
নকশি চুলের দুইটি বেণি ।
সে এখন মন-যুবকের বাঁধে না বাসর
পত্র মিতালি অনেক দেরি ।
সে এখন বাতায়ন খুলে
আঙুল টেনে আনবে তুল খেলার বিকেল
সে এখন শরৎ ঋতুর কিশোরী যেন
পরাগ মাখে পদ্ম ফুলের ।
সুদূর শহরে হলুদ বাতি
আকাশের শোভা সাঙ্গ করে
সে তখন প্রশ্রয় দিয়ে নীলচে তারা
নক্ষত্রের কবিতা শোনে ।
পথ ভুলে গিয়ে তৃষ্ণা কাতর
বিলাতি সাহেব উঠোনে আসেন।
সে তখন কাসার গ্লাসে জল দিয়ে কয়
মাটির জলে কবিতা লেখেন ।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
শ্লোগান০০৭ বলেছেন: নিরপেক্ষ মন্তব্যের জন্য ধন্যবাদ.../ অবশ্যই আপনার আলোচনায় মনোযোগ দিবো
২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ++++
শুভেচ্ছা
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
শ্লোগান০০৭ বলেছেন: নিয়মিত পাশে থাকার জন্যে ধন্যবাদ। ...। ভ্রাতা
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১
সেজুতি_শিপু বলেছেন: ভাল লাগল
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ.....। আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালবাসা রইলো ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় ।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ কবি.. ভালবাসা নিন
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:১৮
বাংলার নেতা বলেছেন: ভাল লাগল, কিন্তু কোথায় যেন এক শুন্যতা বিরাজ করছে। ছন্দ হলে ভাল হতো!