![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
আমার হিমিকা হাওয়ায় ভাসে
রুপালী পাখির মতো, রৌদ্রের মতো,
দার্জিলিং, অথবা আরবের দেশে; বয়ে চলে যেন পৃথিবীর গীতিকার।
পাথরের আদিম পথে বরফের পদচিহ্ন আঁকে,
অবিকল আমার পাঁজরে যেমন।
রূপসা নদীর উপকূল জুরে বিকেলের কাশফুল নাড়া দেয়,
তার নিঃশ্বাসে যেন সাইক্লোন ।
মেঘের জাহাজ নোঙর ভেড়ায় দূর পাহাড়ে,
হাস্যজ্বল হিমিকা হেঁয়ালি নাবিক যেনো ।
রবিটা ঘুমোয় কলমি ফুলের ক্লান্তি নিয়ে ।
ভেজা চাঁদ, আহ্লাদী নীল তারা,
পোষা বেড়ালের মতো তার আঁচলে উষ্ণতা পেতে চায়।
কালো ভাবনায় ডুবে যায় নগরী,
সৌখিন দেখে বাইনোকুলারে ছায়া পথ।
আমার গহীনে ভেসে যায় কোন হাওয়া ?
নিভে যায় ভেতরের লৌকিক দীপ-শিখা,
সৌখিন দেখে ছায়াপথ
আমি দেখি, হাওয়ায় ভাসে হিমিকা।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ভালবাসা নিন
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ভাবনা । পাঠে ভাল লাগলো ।
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ কবি .... আলবাসা নিন
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
বকুল০৮ বলেছেন:
"আমার গহীনে ভেসে যায় কোন হাওয়া ?
নিভে যায় ভেতরের লৌকিক দীপ-শিখা,
সৌখিন দেখে ছায়াপথ
আমি দেখি, হাওয়ায় ভাসে হিমিকা।"
- চমৎকার!
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০২
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ কবি.....। ভালবাসা আপনার প্রতি
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লিখেছেন +
শুভেচ্ছা অনেক