নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাবুই পাখির বাসা

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮

তুমি স্বপ্ন বুনতে বলেছিলে; আমি বুনেছিলাম ।
বাবুই পাখির মতো হয়নি বলে তুমি রাগ করেছিলে।
সেই থেকে দিন রাত, নিজ অনুভূতি মাখা সূক্ষ্ম সুতোয়,
হৃদপিণ্ডে বয়ে যাওয়া রঙিন আলোয়
নির্ঘুম চোখের জোনাকির আল্পনায়
নির্বাক আবেগের এলোমেলো কারুকার্যে
সৃষ্টি করেছিলাম, সাজানো গোছানো একটি বাবুই পাখির বাসা।

বলেছিলে “ভালো হয়েছে, কিন্তু আমিতো থাকব এ বাসায়, তুমি থাকবে কোথায় ?”
আমি ভেবেই হেসেছিলাম, বাবুই পাখির বাসাতো বানিয়েছি আমার হৃদয়ে !
তবুও বললাম “আমি না হয় বাসার বাইরেই থাকব, আর তোমাকে পাহারা দিবো !”
তুমি বললে ঠিক আছে, তুমি থাকলেও কিছুদিন।
হঠাৎ একদিন বললে “আকাশে কালো মেঘ, ঝর আসবে;
তোমার বাসাতো কাঁচা, আমি মরেই যাবো”। এই বলে বিদায় নিলে ।
আমি শত চেষ্টায়ও বুঝাতে পারলাম না হৃদয়ে কোন কালো মেঘ নেই
তোমার ভালোবাসা ছাড়া; তবুও তুমি চলেই গেলে।

সেই থেকে বাসাটি শূন্য,
কোন কিচিমিচি শব্দ নেই, নেই কোন অহেতুক তর্ক।
নেই হাসাহাসি, নেই ভালবাসা পাশাপাশি,
তোমার অনুমতি ছাড়া, নিজ বাসায় নিজেই পরবাসী।
আর শুধু নিশ্চিত নিষ্ফল চোখে চেয়ে থাকা
হৃদয়ে গরে যাই তোমাকে নিয়ে বাবুই পাখির বাসা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৫

এমএম মিন্টু বলেছেন: বাহ বাহ কি সুন্দর কবিতা শুভকামনা থাকলো ভালো থাকবেন

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৬

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ...। ভালবাসা নিন

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার আরও একটি সুন্দর কবিতা । শুভেচ্ছা :)

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ....। :) নিয়মিত পাশে থাকার জন্যে

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৪১

আরজু পনি বলেছেন:

খুব মন খারাপ করিয়ে দিলেন ।
অনেক ভালো লাগলো কবিতাটি ।
শুভেচ্ছা জানবেন ।।

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

শ্লোগান০০৭ বলেছেন: :) কৃতজ্ঞতা আপনার প্রতি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬

শ্লোগান০০৭ বলেছেন: :) আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.