![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
নীড় হারা চাঁদ
আলোর আশ্রয়ে আহ্লাদী হয়ে ওঠে আরো;
লাজুক পাখির মতো, প্রতিটি আঁধারের অবয়ব ছুঁয়ে,
মাটির গহীনে মিঠে মন চেখে যায়।
দিশেহারা পথিক, ক্ষুধার্ত কবি,
বিষে ভরা বেদনার প্রেমিক, দেয়ালের ভেতরে ডুবন্ত বেরসিক;
সকলের মানসিক নির্যাস নিয়ে
আহ্লাদী চাঁদ
হয়ে ওঠে অহংকারী আরো ,
মেঘের পর্দায় ঢেকে নিভিয়ে দেয় যখনি জোছনার বাতি।
পথিক খুঁজে নেয় অন্ধকার দিশা
ক্ষুধার্ত কবি তৃষ্ণায় কাতর, বেরসিক তোলে অথৈ দেয়াল
প্রেমিকের জোটে সায়ানাইড।
আর আমি !
আমি এদের মধ্যে কেউ নই
আমার রয়েছে প্রতিষেধক অভিমান।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +++++++
শুভেচ্ছা