![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
হিমিকা
সমুদ্রের তীরে উড়িয়েছিলে
অশরীরী ছায়া।
পিপাসার্ত দিগন্তের আসামি হয়েছিলো রবি
তুমি জল দিয়েছিলে আদিগন্ত।
শামুকের খোলসে মানুষের বসবাস।
খোলা সৈকতে ফুলের চাষাবাদ সেরে
মৃত ঝিনুকের মাঝে প্রাণ দিয়েছিলে;
কে জানত !
আমার মাঝেও মুক্তো ফলাবে তুমি ।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ ..... ভালবাসা নিন কবি
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভকামনা ভ্রাতা
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
কলমের কালি শেষ বলেছেন: অনুকাব্য বেশ লাগলো ।+