নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোছনা কাব্য

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

লেনদেনগুলো অমিট রেখেছি
গিয়েছিলাম অদূর, জোছনা স্নানে বৃক্ষ-বাগানে।
হাতের মুঠোয় সবুজ ঘাসের সুবাস,
কল্পনাগুলো মৌমাছি হয়ে উড়ে।
এক-চোখা আকাশ
সেখানে জোছনার আগুন লেগেছে,
হলুদ পাতায় কেরোসিন মেখে, আকাশে উড়োতে ইচ্ছে করে।

কিছু দূর, দোতারার সূরে চিলেকোঠা হয়েছে তৈরি,
বুকের পাঁজরে ময়লা জমিয়ে প্রবেশ নিষেধ।
তবুও যে আজ জোছনা লেগেছে,
সারি সারি দেয়াল পুড়ে, শিশিরের খই ফুটেছে।

জোছনার আগুন রতনের মতো
পকেটে গুজলেই ঘুম চলে আসে।
প্রেয়সীদের কবি হতে নেই
ওরা রতন চেনে, ঘুম কেড়ে নেয়।
হিমিকাকে আজ খবর দেইনি,
আমিও রতন চিনি, ভাগ দেবনা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ কবি........। ভালবাসা রইলো :)

২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

এক দুর্বাসা বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো, শুভেচ্ছা রইলো ।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৭

শ্লোগান০০৭ বলেছেন: পাশে থাকার জন্যে ধন্যবাদ..। ভালোবসা রইলো

৩| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৫১

সকাল হাসান বলেছেন: সুন্দর কবিতা! ভাল লাগল!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৭

শ্লোগান০০৭ বলেছেন: :) ধন্যবাদ এবং ভালবাসা

৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১২

নীলাবতীর নীল মেঘ বলেছেন:
খুব চমৎকার

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৮

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ এবং ভালবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.