নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

হিমিকা বলয়

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ঘুম ভেঙে স্বাভাবিক দৃশ্য অবিমৃশ্য,
অচেনা ক্লান্তি চোখের করিডোরে,
যখন কুয়াশার মাঝে ভেসে ওঠে ভোর
বুকের শহরে শিহরণ জাগে হিমিকা,
যে কৃত্রিম উপগ্রহ অপলক দূরদর্শন টেনে আনে তোর
সে আমার হৃদপিণ্ড ।

সমুদ্রের গহীনে ঘুমন্ত লাজুক প্রবাল
আমলকী ডালে স্বর্ণলতার সুডৌল ভঙ্গিমা
আনমনে তোর সাদৃশ্য পায় হিমিকা ।

তোর কুসুম হলুদ জামায় অবরোহী হয়েছে আকাশ
তাই শহরের সমস্ত পথিকের ছায়া ঈর্ষা কাতর,
মেঘেরা বিষণ্ণ, রৌদ্রের অনশন; তবুও
তোকে দেখতে আলোর স্বল্পতা নেই।
বাঁকা বৃক্ষ, শৈল্পিক ভেন্টিলেটর, সুরমা নদীর স্রোত, অপ্সরী বনিতা,
কিছুতেই বাধা নেই ।

না না, কেটে দেব না আজন্ম তোর রূপালী সাক্ষর
ভুল নামে যদি চলে যায় ভ্রান্তিতে
যদি কেউ মুছে দেয় ভাবনার সংকেত ।
তোকে ভাবতে প্রহর কেটে যাক অন্তিমে
হিমিকা
তুই স্রষ্টার নিয়ামক, স্বর্গের শুকরিয়া ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.