![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
পৃথিবী বাসি নই; আমাদের জাতীয়তা ক্ষুধার্ত ।
কে বলে অসুখে নয় মরছি অনাহারে !
নিস্তেজ চেতনার সুস্বাদু ভস্ম, মজুদ রয়েছে অদৃশ্য শ্মশানে ।
ছুটছি.....
ক্ষুধা মেটাতে নয়
পোহাতে।
সাংবিধানিক অধিকার যেন ।
ভুল করে ভেদ করা গুলি, শুধরে যায়না পেছনে।
বিলাসী মগজে ক্ষুধার্ত হাড় মিশে
চাষাবাদ হয় বর্ধিত লালসার নখ।
ধিক্কার কেন ?
ক্ষুধার্ত হলেই যেহেতু লাশের পাঁজরে খাদ্য পেয়েছি
খঞ্জর যেখানে সুলভ মূল্যে
কলম খুঁচিয়ে দর্শন নিষ্প্রয়োজন ।
©somewhere in net ltd.