![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
তুই শিখে যা মন
অশুচির শাসন কি করে অবাধ্য হতে হয় ।
নিষ্প্রভ আলোতে,
কি করে জাগ্রত হতে হয় বিশুদ্ধ ধ্বনিতে।
প্রতিক্ষণে হতাহত
শত সৈনিক পিপীলিকা
বৃক্ষের বাকল, হোকনা যত শেকলে বাধা
বসত গড়বে তবুও; তোর মতো মন মানুষে ।
তুই শিখে যা মন
কি করে পিয়াস মিটাবি মাটির বলয়ে
বিধাতার ঘুম নেই,
তাই সৃষ্টিরা সুখে আছে প্রাণের প্রাসাদে।
দেহের বিধাতা তুই, জেগে থাক,
অশুচির শাসনে অবাধ্য হয়ে থাক, মনুষ্যত্ব ধ্বনিতে ।
©somewhere in net ltd.