![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
প্রতি রাত্রি
এক একটি মহাকাব্য
পাথর চাপা
চোখের পাতায়;
অথচ নির্ঘুম নক্ষত্র ।
প্রবীণ রিকশাওয়ালা
বেনারসি আকাশ
মনে কি পড়ে
প্রথম রাতে কোন শহরে
নিভিয়েছিলো বাতি ?
সে শুধুই জানে লবণাক্ততা
ভুল স্বপ্নের অনুষঙ্গ ।
বিধাতা রাত্রি গড়ে
রাত্রি ভাঙে। নিভৃত মহাকাব্য ।
পথিক নৌকো বানায়
নৌকো ভাঙে । পাথরের নদী, যেন পাথুরে তরঙ্গ ।
©somewhere in net ltd.