নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিরল আলাপ

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

বট বৃক্ষ আমি; শিমুল ফুলের মালা পরিয়ে আমায়

শহরের মাছরাঙা পাগলীটি বলেছিলো

আমি তার বাকবাকুম পাখি ।

ঘাসের পেখমে জোছনা ভাঙার ছুপ ছুপ শব্দ পেলেই

কখনো ডুবো চর, কখনো নোনা চাঁদ, কখনো অজগর হতে চেয়েছিলো ।

আমার চুলে জটলা বেধেছে ; সেখানে নাকি মন্ত্র লুকানো

ফুল হাতা শার্ট. দামি বোতাম, দামি দিয়াশলাই যাদের

তাদের চেয়েও অপরূপ ভেলকি নাকি আমার জানা ।

কলমের খোসায় রাত্রি আর রিমোটের বাটনে শৈশব দিতে পারি ।

ইট, সুরকি দিয়ে বানাতে পারি আশ্চর্য রুপালী ঝিনুকের ভেলা ।



বোকা পাগলী

লাল লাল চোখ নিয়ে শহুরে সবল পিঁপড়ে গুলো বুঝবে কি তোর আবেগ ?

এখানে আশ্রয় নিলেই কলঙ্ক দেয়া কামড় দেবে তোকে।

আমি তো বোবা

মাটির বালিশে মন লুকানো

আপাতত মন আলাপের অংশ হতে পারিস ; বিনিময়ে ফুল নেবনা ।

পাতালের পরতে পরতে কবিতা লিখি, বট বৃক্ষ তবে ভেতরে কবি ।



মাছরাঙা ! তুই কি জানিস না ?

কবিদের পোষা পাখি আছে তবে খাঁচা নেই

টইটুম্বুর মেঘ আছে, মাছ নেই সেখানে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৩

তাশমিন নূর বলেছেন: বাহ! চমৎকার হয়েছে।

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ কবি..। ভালবাসা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.