নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতায় নিহিত

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫


~~~~~~~~~~~~~~~উৎসর্গ- প্রিয় কবি আশরাফ জুয়েল
যুদ্ধ; বিনীত হয়ে বসো কবিতার কাছাকাছি
‌এই মেঘের আসবাবে ।
নিচু দৃষ্টি আর নরম নিঃশ্বাসে উপলব্ধি করো
শিখেছিলে টুকিটাকি দর্শন রং তুলির ।

এইতো শতাব্দীর আদিতে মিছেমিছি খেলনায়
সংযত ছিলে সন্ধ্যা পেরিয়ে রাত্রি ।
অথচ এখন
সবুজ পাহাড়ে বিস্ফোরণ,
উঁচু নিচু বৃক্ষের রন্ধ্রে রন্ধ্রে মোজাইক ছত্রাক,
দৃষ্টি প্রতিবন্ধী মন, ভাঙা চোরা পৃথিবী, অশ্রু বিলাস;
তোমার বেহিসেবি অপরাধ।

তবুও আজ আমদানি করেছে কবিতা
দূর্বা ঘাসের বনে লজ্জাবতীর ফুল।
বায়ু মণ্ডলে রেশমের সামিয়ানা।
ঝলসানো কোলাহল অথবা বজ্রপাতে
নির্ভীক জননীর নিরাপদ ভাতের লোকমা ।

তুমি দীক্ষা নাও
স্বাধীন পতাকা নিঃসৃত শান্তির হাওয়া
যেখানে জলীয় কণায় ভাসে কবিতার পঙক্তি।
আর
গুরু সম্মানী দাও;
পকেটের কোনে লুকনো
বিশ্বময় মাতৃভূমি ধূলি ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৩

উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো ।
ভাল থাকুন

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ....।/ কৃতজ্ঞতা আপনার জন্যে

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

 বলেছেন: ++++++++++++++++ :D

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

শ্লোগান০০৭ বলেছেন: :) আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.