![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
~~~~~~~~~~~~~~~উৎসর্গ- প্রিয় কবি আশরাফ জুয়েল
যুদ্ধ; বিনীত হয়ে বসো কবিতার কাছাকাছি
এই মেঘের আসবাবে ।
নিচু দৃষ্টি আর নরম নিঃশ্বাসে উপলব্ধি করো
শিখেছিলে টুকিটাকি দর্শন রং তুলির ।
এইতো শতাব্দীর আদিতে মিছেমিছি খেলনায়
সংযত ছিলে সন্ধ্যা পেরিয়ে রাত্রি ।
অথচ এখন
সবুজ পাহাড়ে বিস্ফোরণ,
উঁচু নিচু বৃক্ষের রন্ধ্রে রন্ধ্রে মোজাইক ছত্রাক,
দৃষ্টি প্রতিবন্ধী মন, ভাঙা চোরা পৃথিবী, অশ্রু বিলাস;
তোমার বেহিসেবি অপরাধ।
তবুও আজ আমদানি করেছে কবিতা
দূর্বা ঘাসের বনে লজ্জাবতীর ফুল।
বায়ু মণ্ডলে রেশমের সামিয়ানা।
ঝলসানো কোলাহল অথবা বজ্রপাতে
নির্ভীক জননীর নিরাপদ ভাতের লোকমা ।
তুমি দীক্ষা নাও
স্বাধীন পতাকা নিঃসৃত শান্তির হাওয়া
যেখানে জলীয় কণায় ভাসে কবিতার পঙক্তি।
আর
গুরু সম্মানী দাও;
পকেটের কোনে লুকনো
বিশ্বময় মাতৃভূমি ধূলি ।
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ....।/ কৃতজ্ঞতা আপনার জন্যে
২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
বলেছেন: ++++++++++++++++
১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮
শ্লোগান০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৩
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো ।
ভাল থাকুন