নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

একটি বাড়ির বন্দনা

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩

এ বাড়ির দেয়ালগুলো পুণ্যময় বৃক্ষের শাখায় প্রস্তুত।
বাসন্তী রঙের বাতাস উঠোনে দাঁড়িয়ে,
অতিথি পাখির অপেক্ষায় দিবা রাত্রি।
কৃষাণের হাসি খয়েরি রঙের গামছায় বেধে উদিত হয় সূর্যমণি।
এ বাড়ির আলোক সজ্জায় ফোটে অনুপমা রামধনু।
প্রবাসী ঘড়ির ধ্বনিতে যেখানে শুধুই ঘুমিয়ে জাগার ব্যস্ততা,
এ বাড়িতে অবসর ভাঙে ষষ্ঠী ঋতুর ব্যঞ্জনায়।

এ বাড়ির মা জননীর মুঠোর ভরা সুগন্ধ মেঘ
চোখের শহরে সরল স্নেহ ।
তাই উদার জমিনে আশ্রয় খোঁজে নপুংসক,
নীল সুরঙ্গ রচে উলঙ্গ দেশে।

৭১ এর বীভৎস রাত; মিশন সার্চ লাইট ।
তছনছ ঘুমের উৎসব, অপ্রস্তুত হৃদপিণ্ড।
নির্মম লুটপাট মায়ের উঠোন,
বোনের গহনা, ভাইয়ের কণ্ঠ।

অতএব জমাট বাধে তরল আগুন, মুক্তির মুঠি এই বাড়িতে।
দৌড়ে পালায়, ঝলসে মরে, কোমর ভাঙে পতঙ্গদল।

এ বাড়ির অর্জিত স্বাধীন পতাকা, প্রতিটি সুতো পৃথিবী স্বীকৃত।
মায়ের কোলে মানচিত্র, নাম রেখেছে বাংলাদেশ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +++++++

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.