![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
এ বাড়ির দেয়ালগুলো পুণ্যময় বৃক্ষের শাখায় প্রস্তুত।
বাসন্তী রঙের বাতাস উঠোনে দাঁড়িয়ে,
অতিথি পাখির অপেক্ষায় দিবা রাত্রি।
কৃষাণের হাসি খয়েরি রঙের গামছায় বেধে উদিত হয় সূর্যমণি।
এ বাড়ির আলোক সজ্জায় ফোটে অনুপমা রামধনু।
প্রবাসী ঘড়ির ধ্বনিতে যেখানে শুধুই ঘুমিয়ে জাগার ব্যস্ততা,
এ বাড়িতে অবসর ভাঙে ষষ্ঠী ঋতুর ব্যঞ্জনায়।
এ বাড়ির মা জননীর মুঠোর ভরা সুগন্ধ মেঘ
চোখের শহরে সরল স্নেহ ।
তাই উদার জমিনে আশ্রয় খোঁজে নপুংসক,
নীল সুরঙ্গ রচে উলঙ্গ দেশে।
৭১ এর বীভৎস রাত; মিশন সার্চ লাইট ।
তছনছ ঘুমের উৎসব, অপ্রস্তুত হৃদপিণ্ড।
নির্মম লুটপাট মায়ের উঠোন,
বোনের গহনা, ভাইয়ের কণ্ঠ।
অতএব জমাট বাধে তরল আগুন, মুক্তির মুঠি এই বাড়িতে।
দৌড়ে পালায়, ঝলসে মরে, কোমর ভাঙে পতঙ্গদল।
এ বাড়ির অর্জিত স্বাধীন পতাকা, প্রতিটি সুতো পৃথিবী স্বীকৃত।
মায়ের কোলে মানচিত্র, নাম রেখেছে বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +++++++
ভালো থাকবেন