নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

তুমি অমন তাকিওনা

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

তুমি অমন তাকিওনা

আঘাত প্রাপ্ত হই।

বিলুপ্ত হয় বুকের নিবন্ধিত সুখ।



উঁচু উঁচু প্রাসাদ ভেঙে যায়, চিলেকোঠা ডুবে যায়

আলোর সাইকেল চড়ি, আশ্রিত হই মেঘের মন্দিরে, কখনো পর্বতে,

পাহাড়ি শিশির ছেড়ে, উতলা হয়েছি পারস্যে পালাতে

তবুও পাকড়াও হই।

অভিযোগ দিয়েছি, নিয়ে যাক অরণ্য তোমায়,

গাঢ় নীল শালুক ডাটায় তাই দিয়েছো বেধে হাত, আঁচলে চেপেছো ঠোঁট।

আমি দণ্ডিত হই।



তুমি অমন তাকিওনা

বাস্তব ভেঙে রূপক হয়ে যাই

বুকের জেব্রা ক্রসিং বিস্তৃত হয় আদিগন্ত।

নড়বড়ে পায়ে পৃথিবী দাড়িয়ে,

অমন তাকালেই ঘটে

কক্ষপথ চ্যুত দুর্ঘটনা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

তানজীব তন্ময় বলেছেন: তুমি অমন তাকিওনা
বাস্তব ভেঙে রূপক হয়ে যাই..... ভাল লাগলো লেখাটি ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭

শ্লোগান০০৭ বলেছেন: আন্তরিক ধন্যবাদ :)

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা।

শুভ সকাল :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬

শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা । :) পাশে থাকার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.