নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

জোছনা কন্যা

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

জোছনা; যদি মন খারাপ থাকে তোর

এবড়োখেবড়ো চাঁদ, বরবাদ ফুটপাত, ভেজা কার্নিশ,

ভাঙা একুরিয়াম আমি আর সামলাতে পারিনা।

যেখানেই চোখ রাখি বিবর্ণ পোট্রেট

যেখানেই হাত রাখি, অগ্নিকুণ্ড। এ হাত যেন যুদ্ধ বিমান।



আমার অগোছালো টেবিলে, একটি কবিতা ফুলে প্রাণ দিয়েছিলি,

বলেছিলি ডিসেম্বর অব্দি যত্ন নিতে, ঋণাত্মক উষ্ণ সকালে তোর জন্মদিন।



বেখেয়ালি আমি জীবনের গদ্য রচনায়

অভিযোগ দিলি তাই হস্ত গণকের কাছে

আগামী পাঁচটি ঋতু লাগাতার অভিমান।



তোর অধরে যদি আজ সুগন্ধি ফোটে

এ শহর ফিরে পায় পরিপাটি অবয়ব

এ আকাশ ফিরে পায় নীলিম নক্ষত্র।

প্রখর বেদনা ভেঙে আনন্দ পাঠের আসর।

জোছনা; তোর জন্যে তাই এনেছি

মেঘের সিন্দুক ভেঙে রূপালী কবিতা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

এমএম মিন্টু বলেছেন: এখানে একটি ক্লিক করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.