![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
মহাকাশ আনমনে হঠাৎ পেছনে তাকায়।
সংসার বিতাড়িত ক্লান্ত বলাকাটি কাঁদছে,
দু’গজ পরিমাণ পৃথিবী, আশ্রয় শূন্য মরুভূমি,
কুচকে গিয়েছে জানালার গ্রিল, নিরুদ্ধ দুয়ার,
দুয়ারের ওপারে সাঁজোয়া শৈশব।
বলাকাটি ঝাঁপ দেয় আঁধারে।
মহাকাশ তাকে পিছু টেনে বলে, “ যেওনা-
পৃথিবীর সফেদ বলাকা প্রয়োজন।”
©somewhere in net ltd.