![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
মধ্যরাতে মসজিদ থেকে
যখন ঘোষণা করা হয় কারো মৃত্যু সংবাদ ।
শহুরে পাহারাদার অন্ধকারেই বাঁশী বাজায়
আকাশের অগোচরে নক্ষত্র খসে পড়ে কিছু
একজন নেশা গ্রস্থ সজোড়ে আঘাত করে
বাড়ির দেহলিজ ,
ইটবাহী ট্রাক শো-শো শব্দে রাস্তা দিয়ে দৌড়ে পালায় ।
কিছু ক্ষুধার্ত বাতাস এলোমেলো সংকেতে কান্না জুড়ে দেয়,
ঘুমন্ত কবরবাসী জেগে ওঠে গোরখোদকের
পায়ের শব্দে
স্বপ্ন বিভোর নগরী ডুব দেয় নতুন কোন স্বপ্নে
আর এরই মাঝে নতুন আরেকটি ঘোষণা আসে
”একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ”
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
সুমন কর বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫
মাঝিবাড়ি বলেছেন: ভালো লেগেছে