![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
মেয়েটি লিখে যাচ্ছে, নির্বিঘ্নে দেয়ালিকা
চারিধার অদ্ভুত প্রজাতির বিষাক্ত এলিয়েন,
একাধিক চাঁদ, বালুকাময় বাতাসে ভাসমান শত্রুর জাহাজ।
মেয়েটি শুনিয়ে যাচ্ছে সৃজনী-সংলাপ।
তার কাছে এসে, ঠোঁট কাটা রোদ পোষ মেনে গেছে,
দেয়ালিকা ছেয়ে গেছে, সবুজের বেসামাল হাত।
রক্তিম মেহেদী পাতার ঝোপ,
হাঙরের জলাশয়ে বন্ধু নিকেতন;
মেয়েটি হেঁটে গেছে নির্ভয়ে। কাপুরুষ পৃথিবী পথ চিনে গেছে;
হয়ত পৃথিবী নয় ভিন্ন কোন গ্রহ,
মেয়েটি লিখে গেছে নির্মোহ তবু
প্রেমিকের বুকে নির্মল দেয়ালিকা।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২
শ্লোগান০০৭ বলেছেন: বেচে থাক.....। আমরা আশাবাদি
২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো অনেক ।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:২৩
শ্লোগান০০৭ বলেছেন: কালি শেষ ভাইকে..। অশেষ ভালবাসা
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪২
বেলায়েত মাছুম বলেছেন: মেয়েটি লিখে গেছে নির্মোহ তবু
প্রেমিকের বুকে নির্মল দেয়ালিকা।
ঠোঁট কাটা রোদ পোষ মেনে যাক
দেয়ালিকা ছেয়ে যাক সবুজের বেসামাল হাত।
এক বিষন্ন দুধর্ষ প্রেম এই শহরে বেঁচে থাক