![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
আমার আত্মায় একটি কৃষ্ণ মেঘের ছুরিকাঘাত
অবলা তোমার আঙুল অপ্রিয় সর্বনাশের নকশা একে দিলো।
আমার অপরাধ ছিলো তুচ্ছ, ব্যাঙাচি সূর্যটা দিয়েছিলো মিথ্যে সাক্ষী
অথচ অহরহ এমন ঝলসানো বাসন্তী রঙ চুরি
প্রতি প্রভাতেই ঘটে।আমার পানসেতে চোখ-পেয়ালায় যদি
দুলতে দুলতে কানের দুল ডুবিয়ে দাও; ফাল্গুনি লালসা ছড়িয়ে-
আমার কি দোষ!
আমার অসুখীয়া মনবিড়ালি, তোমাকে ঔষধি নিশিন্দা ফুল ভেবে নিলে
নরম রক্তগুলো প্রবঞ্চিত হয়।
হায় ! আনাড়ি বিচারকর্ম তবুও
তোমাকে মেঘ-মন্ত্র শিখিয়ে দিলো।
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৮
শ্লোগান০০৭ বলেছেন: ধন্যবান্তে
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৭
প্রেতরাজ বলেছেন: ভাল লাগল।
শুভকামনা