নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তির পূর্বে অথবা বিদায়ের পর

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

ফুটপাত, পথঘাট নিমিষেই চুরি হয়ে গেল ।
চুরি হয়ে গেল দোকানপাট, রেস্টুরেন্টের বড়লোক বাতি।।
অন্ধকারে দাঁড়িয়ে বৃষ্টি গুনছিলাম,
গুচ্ছ কবিতার মতো বৃষ্টিরা জড়সড়ও হলো এক দুই ফোঁটা করে।
মানুষের বসত-ভিটায় গমগমে বৃষ্টি সমাবেশ। হৈচৈ হট্টগোল।

যন্ত্রপোকাগুলো পলাতক, দালানের গোড়ালিতে।
মুণ্ডুকাটা চিকেন ফ্রাই তা ধিন ধিন করে বেরিয়ে এলো পথে,
আচারের বয়াম থেকে জোড়াতালি দিয়ে, ফলগুলো ফিরে গেল বৃক্ষবাগানে।
ল্যাম্পপোস্টগুলো মোটা হতে হতে জাপানিজ রিকিশি।
পথের দিভাজকগুলো বলতে লাগল, বৃষ্টিকে দেয়া হোক নোবেল এবং বিশ্ব জাতীয়তা।
’সহমত সহমত’ সাড়া পড়ে গেল, পোয়াতি মাটির কণ্ঠে।

কোনোক্রমে সমাবেশ এড়িয়ে ফিরলাম। বারান্দার গ্রিল কান্না করছিলো।
টিভি ছাড়তেই ব্রেকিং নিউজে শুনতে পেলাম । আজই হয়ে গেলো পৃথিবীর সর্বশেষ বৃষ্টিপাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.