নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব হোসেন

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭

একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।

শ্লোগান০০৭ › বিস্তারিত পোস্টঃ

|[ অপূর্ব উপাধি ]| অর্ণব হোসেন

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯


কসম দিয়ে বলছি জেগে ওঠো
একটি কবিতা পাঠ হবে, আমার আত্মাটা আনারের মতো
ফেটে পড়ছে, একটু চেপে ধরো
প্রাচীন শাস্ত্রে বর্ণিত ছিলো আশঙ্কার কথা ,
তুমি কি জানতে না ?
তোমার জন্যে কতটা অসুস্থ হতে পারি !
মধ্যযুগীয় ইতিহাস মনে পড়ে
তোমাকে রুখতে
দুহাজার দেয়াল টাঙিয়েছি
আহারে ! কী নৃশংস হত্যা করেছি তোমায় ।
এই আধুনিক হা-হুতাশ, জলের শৈশব ভোলানো যুগে
তবে আজ কেন চাইছি জেগে ওঠো
কেন চাইছি স্বয়ং তোমাকে দ্বারাই দণ্ডিত হই
দু’কোটি বছর জেল খেটে,
নিদারুণ মরণে অভিষিক্ত হই
তুমি নিজ হাতে লিখে দিবে
’ টু বি হ্যাং টিল ডেথ’
ঠিক তখনি আমি উল্লাসিত, প্রেমিকের উপাধি পেয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.