![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষার বৃহত্তম ব্লগ সামহ্যোয়ারইনব্লগ এর ঘড়িতে দৃশ্যমান সময় রাত ১২টা, ০৮ জানুয়ারি,২০১৩ সময় পর্যন্ত এতে প্রকাশিত প্রায় তিন কোটি (২,৯৭,৪৪,৭৯৭) লেখা থেকে মাত্র সাড়ে পাঁচ লক্ষ স্থান করে নিয়েছে এর সংকলিত পাতায়।।
আপনার মহামূল্যবান ব্লগপোস্টটি কি অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়??
প্রতি পাতায় ১৫টি করে ব্লগপোস্ট এর হিসেবে সামুর প্রথম পোস্টটিকে পাওয়ার কথা ছিল (এই মুহূর্তে) উনিশ লক্ষ বিরাশি হাজার নয়শত সাতাশি (১৯,৮২,৯৮৭) নম্বর পাতায় কিন্তু বর্তমানে তা পাওয়া যাচ্ছে ছত্রিশ হাজার নয়শত বাষট্টি (৩৬,৯৬২) নম্বর পাতায়!
তবে কোথায় গেল ঐ দুই কোটি নব্বই লক্ষ ব্লগপোস্ট??
ভয় পেয়ে গেলেন? না,ভয়ের কিছু নেই-সবগুলো পোস্ট সংরক্ষিত রয়েছে সামুতে- প্রকাশিত সকল লেখার স্বতন্ত্র নির্দেশক ক্রমিক নম্বর থাকায় এগুলো একবার প্রকাশিত হলেই এক একটি ক্রমিক নম্বর প্রাপ্ত হয় এবং পরে তা কোন কারণে মুছে ফেললে,বা ব্যক্তিগত সংগ্রহ ঝুরিতে রেখে দিলে তার অবস্থান আর সংকলিত পাতায় থাকে না।
আপনার সব লেখা আপনার ব্যক্তিগত ব্লগ পৃষ্ঠায় সংরক্ষিত রয়েছে-ঠিক পূর্বের মতো করেই।
সামুর দিনপঞ্জিকা (প্রথম পাতায় ডানে উপরের দিকে পাওয়া যাবে) থেকে আপনি পেতে পারেন যেকোন দিনের সকল ব্লগপোস্ট। তবে এই ধীরগতির পথ ছেড়ে তাড়াতাড়ি পেতে চাইলে এভাবে এগুতে হবেঃ
আপনার ব্রাউজার এ নতুন ট্যাব খুলে ওয়েব ঠিকানা লিখার ঘরটিতে লিখুন-www.somewhereinblog.net/live/archive/2012/01/07
এবং এন্টার বোতাম চাপুন-চলে যাবেন ২০১২ এর ১ম মাস এর ৭ম দিনের ব্লগপোস্ট সংকলন পাতায়। এই ঠিকানায় বছর,মাস,দিন এর প্রয়োজনীয় সম্পাদনা করে পেয়ে যাবেন আপনার কাঙ্খীত যে কোন দিনের স-ব-ব্ল-গ-পো-স্ট।।
কোন নির্দিষ্ট মাসের সব ব্লগপোস্ট একসাথে দেখতে চাইলে ওয়েব ঠিকানাটি হবেত্রিকাwww.somewhereinblog.net/calendar/2012/12live
এতে পাচ্ছেন ২০১২ সালের ১২তম মাসের সব-তবে পাউয়া যাবে না ২০০৫ সালের ১২তম মাসের সব লেখা (এগুলো পূর্বেও সংকলিত পাতায় প্রকাশিত হয়নি)-এগুলোকে পৃথকভাবে পেতে পারেন পূর্বাল্লেখিত দিনানুযায়ী ব্লগপোস্ট বের করার পথ অনুসরণ করে।
১,২,৩- এভাবে এগিয়ে যেতে থাকলে কততম পৃষ্ঠায় পৌঁছলে শেষ হবে আপনার সামু ভ্রমণ? এ বিষয়ে উৎসাহী হয়ে সময় নষ্ট করতে চাইলে এভাবে এগিয়ে যেতে থাকেনঃ
১০ম পৃষ্ঠার জন্যঃ http://www.somewhereinblog.net/live/135
লক্ষ করুনঃ ১৩৫=১০x১৫-১৫
এভাবে ৫৫৩তম পৃষ্ঠার জন্যঃ http://www.somewhereinblog.net/live/8280
এখানেঃ ৮২৮০=৫৫৩x১৫-১৫
(প্রতি পৃষ্ঠায় ১৫টি পোস্ট স্থান পায়,প্রথম পৃষ্ঠায় ঠিকানার শেষাংশটি প্রয়োজন হবে না অর্থাৎ “০”)
সামু'র ১৬০১৫ নম্বর পাতাটি ছিল গত ১৫-১০-১১ তে এর সর্বশেষ লিখিত পাতা
কীভাবে বুঝবেন সামুর সেই প্রথম ব্লগারের প্রথম দিনের সেই প্রথম লেখাটি-এ নিয়ে একটু বিতর্ক আছে-এখানে আসুন এখন কত নম্বর পাতায় রয়েছে?
বর্তমান সংশোধনিতে বাংলা ব্লগের প্রথম লেখা বলে পরিচিত লেখাটি (যদিও এটি ব্লগের ৯ম লেখা) সংকলিত পাতায় স্থান পেয়েছে।
(আমার এই লেখায় সর্বশেষ সম্পাদনার সময় দেখে সামুর প্রথম পোস্টের আনুমানিক অবস্থান পেতে পারেন এভাবেঃ
সর্বশেষ সম্পাদনার সময় থেকে আপনার হিসেবের দিনের পার্থক্য ক হলে এবং প্রতিদিন গড়ে ৪০ টি পৃষ্ঠা যোগ হলে এই পোস্টের উল্লেখিত সর্বশেষ পৃষ্ঠার ঠিকানার সংখ্যাটির সাথে “৪০xক” যোগ করতে হবে)
[নতুনদের জন্যেঃ আপনার পোস্ট,বিভিন্ন মাস এ লেখা সকল পোস্ট এসবের লিংক এ্যড্রেস লিখে তা থেকে আপনি আপনার পোস্টটি কততম পোস্ট বা আপনি কততম ব্লগার প্রভৃতি জানতে পারবেন]
গবেষণাকালে প্রাপ্ত আরোও কিছু তথ্যাদিঃ
# সংকলিত লেখার সংখ্যা আরোও হতে পারে কারণ অনেক পৃষ্ঠায় ১৫টির পরিবর্তে ১ট,২ট লেখাও রয়েছে।
# সামুতে সংকলনের জন্য পৃষ্ঠা সংখ্যা বর্তমান ৪৪০২০টি।
বলুনতো আর কতগুলো লেখা সংকলিত হলে এই পৃষ্ঠাসব ফুরিয়ে যাবে?
# ৩৭০০ নম্বর পৃষ্ঠায় কোনলেখা নেই-
# সামুকে চিড়িয়াখানা বানানোর প্রচেষ্ঠা করা হয়েছিল-
# প্রথম সময়ে ইচ্ছেমতো ব্লগার নাম পরিবর্তন করা যেত এবং অতিথিরাও মন্তব্য করতে পারতেন-
*আরোও আছে-পরে যোগ করার চেষ্ঠা থাকবে।
সামু পাঠকদের কাজে লাগবে ভেবে ৩০০ টাকার ৪ রঙের ১০০০ ঠিকুজিপত্র (ভিজিটিং কার্ড) নামে একটি পোস্ট করায় সামু আমাকে অনিরাপদ ভেবে এক সপ্তাহ সময় লেখালেখির সুযোগ কেড়ে নিয়েছিল। তার প্রতিবাদে সামুর সকল লেখকদের চমকে দেওয়ার জন্য সামুকে নিয়ে একটি গবেষণা লেখার প্রচেষ্ঠা*
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০
মুখপোড়া বলেছেন:
অবশ্যই বাড়ানো যায়- তবে এখনও বাড়ানো হয়নি।
ভালো থাকবেন।।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
পথহারা সৈকত বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
মুখপোড়া বলেছেন:
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৫
আফিফা মারজানা বলেছেন: দারুন !
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
চাঁপাডাঙার চান্দু বলেছেন: মডুরা ভুল করেছিল। ভেবেছিল আপনি শুধুই কার্ডের বিজনেস করতে এসেছেন, কিন্তু আপনি যে বিখ্যাত সামু গবেষক তা বুঝতে পারে নি। আপনাকে নিরাপদ ঘোষণা করা হোক।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
মুখপোড়া বলেছেন:
আপনে ঠিক বুঝেন-আপ্নেরে মডু নির্বাচিত করা যায়-ভবিষ্যতে কখনও নির্বাচন হইলে আপ্নেরে পাশ করানোর দায়িত্ব আমি কান্ধে নিমুনে- কইয়া রাখলাম।
আমি এখন নিরাপদ-তবে আজীবনের জন্য একটি মিঃশর্ত নিরাপত্তা পাশ প্রয়োজন।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
জহীরুল ইসলাম বলেছেন: বিরাট গবেষনা
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
মুখপোড়া বলেছেন:
নিশ্চই-নিশ্চই-
সামুর উচিৎ আমাকে আজীবনের জন্য মডু ঘোষণা করা।।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
রক্তলেখা বলেছেন: বিশাল গবেষণা!
আপনার ভিজিটিং কার্ডের পোস্টের শিরোনামটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।
আমরা কারো ভিজিটিং কার্ড হাতে নিয়ে প্রথমেই কার্ডের চেহারাটা দেখি। আমার নিজের ভিজিটিং কার্ড বানানোর পর পছন্দ হয় নি বলে তার অনেকগুলোই বাসায় পরে আছে। ভাবছি আপনার দেয়া ঠিকানায় যাবো নতুন কার্ড বানাতে।
মডারেটর শরৎ নিজেও যথেষ্ট সুন্দর ভিজিটিং কার্ড ব্যবহার করেন।
সেক্ষেত্রে তিনি কেন আপনাকে প্রমোশন না দিয়ে ডিমোশন দিলেন বুঝলাম না।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
মুখপোড়া বলেছেন:
উনার কার্ডটা বেশ সুন্দর এবং তুলনামূলক বেশি ব্য্যসাপেক্ষ- উনি চাইলে এটিও কিছুটা কম খরচে করে দিতে পারতাম।
ভাই-আসবেন-কথা হবে-ভালো থাকুন।।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
হাসান মাহবুব বলেছেন: ব্যাপক গবেষণা।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
মুখপোড়া বলেছেন:
এখনও যদি যখন-তখন নাম পরিবর্তন করার সুযোগটি রাখা হতো- নামের আগে গবেষক শব্দটি যোগ করতে পারতাম।।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
নেক্সাস বলেছেন: ব্যাপক গবেষনা হইছে। ++ দিলাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
মুখপোড়া বলেছেন:
সেই কত দিন হল- প্লাস মার্ক পাইনে,সর্বশেষ পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয়ে-এখন বিশ্ববিদ্যালয়ে শুধু উত্তির্ণ হওয়ার প্রচেষ্ঠা।
ধন্যবাদ।।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
পথহারা সৈকত বলেছেন: হাহাপগে
লন মিয়া পেলাচ দিলাম....++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
মুখপোড়া বলেছেন:
ভাই,ধন্য হইয়া গেলাম।।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: খাইেছ আমারে
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
মুখপোড়া বলেছেন:
প-রে-র-টা--সঠি-ক- !!
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
নিয়েল ( হিমু ) বলেছেন: খাইছে আমারে
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
মুখপোড়া বলেছেন:
কী কন বাই- খাইল কেডায়???
শুভ কামনা।।
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
অচিন.... বলেছেন: darun gobesona
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
মুখপোড়া বলেছেন:
দারুন-নিদারুন-আমি কিন্তুক মাচায় উইঠা যাইতাছি।।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: আমি না থাকলে সারে ৫ হাজারও গায়েব মাশাল্লা
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
মুখপোড়া বলেছেন:
না ভাই- আন্নেরে যাইতে দিতে মোরা কেউ রাজি নই- ঐ দেহেন পথে পথে আপনার সাথে আন্দোলন করতে আমরা সবাই একপায়ে খাড়া।।
আমরা টিকে থাকতে চাই।।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: +++
প্রিয়তে
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।। ভালো থাকুন।।
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
FREE THINKER বলেছেন: ধন্যবাদ সামু গবেষক
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ মুক্তচিন্তক!!!
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
রিশাদ রিজওয়ান বলেছেন: ভাই অস্থির কাজ করেছেন । কিন্তু এত ধৈর্য কোথায় কীভাবে পান বলুন তো !! আমাকে একটু ধার দেয়া যায় ???
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
মুখপোড়া বলেছেন:
ভাইরে-আমার ধইর্য ধার নিলে আপনি ফতুর হইয়া যাইবেন- কোন কিছু শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আর ছারাছারি নাই। অন্য কিছু চান- ব্যবসা শুরু কইরা লোকসান করতে করতে তলানিতে আইসা গেছি তবুও ছাড়ছি না- চকুরির অনেক ডাক আছে কিন্তু যাওয়া হচ্ছে না।।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
স্বপ্ন কাঠি বলেছেন: আসেন আপনারে আমরা মড়ু বানাই দি। এত কষ্ট করলেন, যান আজ থেকে আপনি মড়ু। কি খুশি তো!!!!!!!!!!!!!!!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
মুখপোড়া বলেছেন:
ভাই- রীতিমতো খুশি!!!
আপনি এই পোস্ট পড়ে কুইজ এ অংশ নিন- উত্তর সঠিক হলে পুরস্কার আছে
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
ব্যানার বলেছেন: চ্রমমমমমমমমম
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ্দদ্দদ্দদ্দদ্দ
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
মুখপোড়া বলেছেন:
আপনার প্রোফাইল ছবিটি আমার কাছে খুব বেশি রকম ভালো লেগে গেছে।।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্যাপক গবেষনা!
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
মুখপোড়া বলেছেন:
আপনি অনেক দায়িত্ববান- এই যে আমার অকর্মের স্বিকৃতি দিয়ে গেলেন।।
ধন্যবাদ।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
মুশাসি বলেছেন: আপ্নেরা এইসব পরিসংখ্যান পান কইত্তুন? :-* :-* :-*
পিলাচ+++
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
মুখপোড়া বলেছেন:
ভাই-এইসবে আগ্রহী হইয়েন না-অকামে সময় নষ্ট।।
আপনার কতগুলো পোস্ট সংকলিত আর কতগুলো মুছে ফেলেছেন বা সামু মুছে দিয়েছে??? দেখুন এর উত্তর থেকে একটি পরিসংখ্যান তথ্য হয়ে যাবে।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
মুখপোড়া বলেছেন:
আমার এতো ভালা পোস্টটারে সামু স্টিকি করল না।!
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
মুখপোড়া বলেছেন:
দেখা যাক- এ ধরনের গবেষণার জন্যে জরিমানা আদায় করা হয় কি-না!!
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
লিন্কিন পার্ক বলেছেন:
ব্যাফক পুস্ট
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মুখপোড়া বলেছেন:
একদম হাছা কথা!!
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ। শুভ কামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
মুখপোড়া বলেছেন:
শুভ কামনা রইল আপনার জন্যেও, , ,
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার গবেষণা মূলক পোস্ট ।
ভাল্ললাগসে
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
মুখপোড়া বলেছেন:
আপনাদের ভাল্লাগ্লেইতো আমি খুশি।।
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
এম ই জাভেদ বলেছেন: ব্যাপক গবেষণা ধর্মী , পরিশ্রম সাধ্য কাজ। সামুতে একটা চাকরি নিয়ে নেন এবার। আর নতুন সিস্টেমে আপলোড কৃত ছবি পরে কেন দেখা যায় না এটা নিয়ে একটা গবেষণা করেন। সংগ্রহে রাখলাম। আর একটা কথা, সামুর পাতা কি মায়া সভ্যতার ক্যালেন্ডারের মতই যে পাতা শেষ। কন কি । তাহলে তো সামু সভ্যতা ও ধ্বংস হইয়া যাইব । আমার ডর করতাছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
মুখপোড়া বলেছেন:
ভা-ই-
# সামু আমারে চাকুরি দেবে না- তাহলে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে সামুর পাতা ভরে ফেলব
# ছবির ব্যপারটির সমাধান সামু আমারে কইলে আমি কইরা দিতে পারমু মনে করি- কিন্তুক এইডাও দিব না
# সংগ্রহে রাখলেন জেনে কৃতার্থ হলাম
# ড্রাইয়েন না-জানা আপা ভালা মানুষ-উনি আমগো দেখব-সামনের সরকারে আরোও ভালা দেখব-উনারে চিনি আমি
শুভ কামনা রইল আপন্র জন্য।।
২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
আসাদুজ্জামান আসাদ বলেছেন: ভাইজান ব্যাপক গবেষনা করেছেন। ভাল লাগলো সামুর অজানা কিছু তথ্য জানতে।
সামুকে নিয়ে গবেষনামূলক আমার একটি পোষ্ট রয়েছে, ইচ্ছা হলে দেখতে পারেন।
ব্লগীয় ইতিহাসের সামু পরিসংখ্যান (somewhere in... blog ব্লগ এর পরিসংখ্যান) {আসাদ}
ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
মুখপোড়া বলেছেন:
ভাই,দেখেছি আপনার পোস্টটি,ভালো লেগেছে তথ্যচিত্র।
ধন্যবাদ।।
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
জহির মোর্শেদ বলেছেন: নাইস
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।।
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
+++
ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ ভাই।।
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
একজন ঘূণপোকা বলেছেন: ব্যাপক গবেষণা।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০
মুখপোড়া বলেছেন:
ঠিক বলেছেন-ধন্যবাদ।
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেকের জন্য সহায়ক হবে এই পোস্ট।
ধন্যবাদ আপনাকে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
মুখপোড়া বলেছেন:
যেন তা-ই হয় ভাই,ধন্যবাদ।।
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
কয়েস সামী বলেছেন: গ্রেট জব!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।।
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
ঘুমন্ত আমি বলেছেন: দারুন পোষ্ট ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
মুখপোড়া বলেছেন:
ভালো লাগল-ঘুমন্ত মানুষেরা মিথ্যা বলতে পারে না।
ধন্যবাদ।।
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
মামুন হতভাগা বলেছেন: মাঝে মাঝে মডুরা ভুল করলে ভালই তো,নতুন অনেক কিছু জানতে পারব
অনেক গুলান পিলাচ থাকল
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
মুখপোড়া বলেছেন:
কথা ঠিক! ভুল করে ব্যান না করলে হয়তো এতো ধৈর্য নিয়ে এমন পোস্ট করতে এ সময়েই উদ্যোগ নেওয়া না-ও হতে পারতো।
ভালা বিশ্লেষণ জানেন মিয়া বাই-হতভাগা নাম নিছেন কেন-এইভাবে শুধু মেয়েদের রূপ বন্যা,গুণের বিশ্লেষণ করলেতো সব ঝাকে ঝাকে প্রেমে পইড়া মরব।
৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ।।
৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
অপরাজিতা হিমু বলেছেন: ভাল লাগল + প্রিয়তে
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ অপরাজিতা হিমু ।।
৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
হাসান রেজভী বলেছেন: ব্যাপক .....
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মুখপোড়া বলেছেন:
ব্যাপক .....ধন্যবাদ।।-আপনাকে।
৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
কালোপরী বলেছেন: ++++++++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মুখপোড়া বলেছেন:
ধন্যবাদ +++++++++
৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: জানানোর জন্যে অনেক ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মুখপোড়া বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ শহিদুল ভাই, , ,
৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
লিন্কিন পার্ক বলেছেন:
খাইসেরে !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
মুখপোড়া বলেছেন:
৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে বাবা ব্যাপক গবেষণা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মুখপোড়া বলেছেন:
হাছা কইছেন আফনে।। ধন্যবাদ।। চলেন শাহবাগ যাই।।
৪১| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:১০
ভুল্কিস বলেছেন: আপনার কাছে কৃতজ্ঞ, চা খাওয়াইছিলেন।
আপনার কাজো ভালো- নো ডাউট। মাল্টি প্ল্যানে আগুন দেখে আপনার কথা মনে হইছিলো। এখন কি অবস্থা?
আপনার ব্যবসার শনৈ শনৈ উন্নতি কামনা করছি
অফটপিকঃ পোষ্টে ব্যফুক গবেষণা দেখা গেছে---
২৯ মত লাগাভালো
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
মুখপোড়া বলেছেন: Thanks Dear, welcome to Multiplan Centre, Level 2, Shop 245,,,,,,,,,,,,,
we r safe from the fire at all, expect to go with business with client satisfaction.
৪২| ১১ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কাজের জিনিস!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৩৪
মুখপোড়া বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।।
২ মাস (প্রায়) পর জানালাম!
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড!!! চিড়িয়াখানা
পৃষ্ঠা ফুরাবে কেন? বাড়ানো যায় না? :-&