![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের রাজনৈতিক, আর্থসামাজিক অবস্থার একটি আশু পরিবর্তন নিয়ে আসার গণমানসিকতা অনেকাংশেই মাথাচারা দিয়ে উঠতে চাউছে আমরা অনেকেই মনে করছি।
কিন্তু এই বিচ্ছিন্ন ধারাগুলোকে সুসংহত করে সঠিকভাবে নিয়ে যেতে পারবে এমন কার উপর আমরা আস্থা রেখে এগুবো??
সামাজিক আন্দোলনগুলোর প্রতি মানুষের আস্থা দেখতে পেয়েছি আমরা ভারতের নির্বাচনে।
এ উপমহাদেশের গণমানসিকতার পরিবর্তন পরস্পরের সাথে অনেকটা একই রকম যদিও আতা নানা ভৌগলিক সীমারেখায় বিচ্ছিন্ন।
এ কথাগুলো সবসময় বলছি কিন্তু পরস্পরের প্রতি অবিশ্বাস, আস্থাহীণতা, এগুনোর পথ নিয়ে মতানৌক্য, নিজেদের সীমাবদ্ধতা প্রভৃতি নিয়ে আমরা পিছিয়ে থাকি।
আর পিছিয়ে থাকা নয়, আমি নেমে পড়লাম।।
আমাদের চলার পথ আমরা নির্বাচন করব পরস্পরের আলোচনায়, সুগণতান্ত্রিক উপায়ে।্যক্তি ইচ্ছা প্রধান নয়, বৃহত্তর স্বার্থে আমরা কাজ করব।
আমাদের সামাজিক আন্দোলনের লক্ষ্য থাকবে গণতন্ত্রের সঠিক রূপটি এ দেশের মানুষের কাছে সুস্পষ্ট করা, তার প্রতি মানুষের আকাঞখা তৈরি করা এবং এর অর্জনে সকলকে বন্ধপরিকর করা।
আরোও কিছু যোগ হতে পারে। আমাদের সামাজিক আন্দোলনের নাম থাকতে পারে। সবুকিছুর সমাধান হবে সবাইকে সাথে নিয়ে।
পরিবর্তনের সাথে চাইছি আপনাদেরকে।।
Click This Link
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
মুখপোড়া বলেছেন:
আমরা সবাই বলব।সবাই শুনব।
আমাদের একাত্নতায় আমরা এগুবো।
রূপরেখা মাঠে হবে আর এখানে হবে আপডেট।
[email protected]
ফেসবুক
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
আশাফ আনিস বলেছেন: আপনি যদি অনুসারি চান পাবেন না বোধয় । কিন্তু বন্ধু বা সহকর্মী চাইলে পেতে পারেন । কারণ ব্যাক্তিপুজা বন্ধ হওয়া জুরুরি
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩
মুখপোড়া বলেছেন: সহমত।।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
মুখপোড়া বলেছেন:
ভালো কিছুর সাথে সবসময়।। ধন্যবাদ।।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫
লেখোয়াড় বলেছেন:
অনেক দেরী আছে পরিবর্তনের।
অক সহজ নয়।
বিপ্লব চাই।
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭
মুখপোড়া বলেছেন:
বিপ্লব সেই সামাজিক আন্দোলনের চূড়ান্তরূপ যার সুনির্দিষ্ট রাজনঐতিক লক্ষ্য রয়েছে।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দরকার একটি বিপ্লবের, রাজপথে সকলের অংশগ্রহণ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
মুখপোড়া বলেছেন:
রাজি আছি। রাজপথ এখন দাবী আদায়ের অবলম্বন।। ঘরে বসে বললে কেউ পাত্তা দেবে না।
৬| ০৭ ই জুন, ২০২১ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: ইতোমধ্যে সাত বছরের বেশি পার হয়ে গেছে। কোন পরিবর্তন তো দেখছি না।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
আশাফ আনিস বলেছেন: কোথায় আসব ? আন্দলনের সুস্পষ্ট একটা রুপরেখা দেন । কোথায় দাঁড়িয়ে কথাগুলো বলবো বা শুনবো ?