![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯৫ বছর বয়সে মারা গেছেন ম্যান্ডেলা। সকলেই শোকে আহত, বাকরুদ্ধ, অভিভুত ইত্যাদি ইত্যাদি।
শুনে বা দেখে প্রথমটায় আমি ভাবলাম আমারও তবে শোক অনুভব করা উচিত। ফেসবুকে এক বন্ধুর দেওয়ালে দেখলাম 'দেহের মৃত্যু আছে, চিন্তার মৃত্যু নেই ....... R.I.P. Nelson Mandela' ।
তবে শোকের এত আনুষ্ঠানিকতা কেন??? ম্যান্ডেলা ৯৫ বছরের জীবনে যা কিছুই করেছেন তা তাঁকে ৯৫শতাব্দী বাঁচিয়ে রাখতে যথেষ্ট । কিন্তু তা না, আমি আমি দেখছি অন্য কিছু। সকল চ্যানেলের স্ক্রলে শোকবার্তা কিন্তু তাদের রান্নাঘরে রান্না করছে তারকা কিংবা হালের ফ্যাশন কেমন হওয়া উচিত বর্ণনা করছে কোন এক উত্তরাধুনিক তরূণী যার দাঁতে কর্তিত হয়ে শব্দগুলো বের হচ্ছে। তরুণী বেশ হেসে হেসে কাজটি করলেও আমি শব্দগুলোর জন্যে বেশ কষ্ট বোধ করলাম। দেখলাম বারাক ওবামা , আমার দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলের প্রধান সবাই আনুষ্ঠানিক শোকগ্রস্থ। এসব দেখতে দেখতেই খুললাম পত্রিকা, পত্রিকাটি অনলাইন। একটা শিরোনাম দেখলাম 'ঘুম ভাঙল না হাসানের'। পড়তে পড়তে খেয়াল হল চোখে ঝাপসা দেখছি খানিক। চোখে জল??? জল কার জন্যে আমি সত্যিই বুঝলাম না। হাসানের মত কোন এক বারোয়ারি নামবিশিষ্ট ছেলের জন্যে??? এটা নিশ্চয়ই নয়! উত্তরটা দিয়ে দিল প্রতি ঘন্টার সংবাদ পাঠিকা।
'বিংশ শতকে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর'। এখন বড়জোর একটা স্ট্যাটাস দেয়ার সময়টুকুই তার আয়ু। দেয়ালে ঝুলানোর মুহূর্ত পরেই দেখাবে ... few seconds ago।
আমি শোকপাত্র উৎসর্গ করলাম মৃত্যুমিছিলের সেই অচেনা অভিযাত্রীদের, যাদের কাছে প্রাণটিই ছিল সর্বস্ব।
আমি সত্যিই দুঃখিত মহান নেলসন। আমি দুঃখিত ...
('মোর লাগি করিয়ো না শোক,
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।')
©somewhere in net ltd.