নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Don Quixote

Complicated

স্মরনিকা ধর

স্মরনিকা ধর › বিস্তারিত পোস্টঃ

বিএনপি নেতাদের প্রতিঃ আন্দোলনের সহজ পাঠ

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

বিএনপি তাদের শান্তিপূর্ণ(?!) অবরোধ কর্মসূচী বাড়ালো আরেক দফা। দলটির মুখপাত্র জানিয়েছে, সরকার গণদাবি উপেক্ষা করে দমনপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে। তাই এই বর্ধিত কর্মসূচী তাদের।



হে মহান নেতারা, কয়েকটি প্রশ্ন আপনাদের নিকট-



১।আপনাদের অবরোধ কি আসলেই শান্তিপূর্ণ???



২।যে দাবিতে আন্দোলন নাম দিয়ে সন্ত্রাসী কাজ করছেন সেই দাবি কি গণদাবি???



৩। দলীয় আবদার পূরণে যা করছেন তা কি আন্দোলন???



আপনাদের কর্মসূচী ঘোষণা শুনে মনে হল, আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, গণদাবি, দমনপীড়ন, শহীদ এ জাতীয় কিছু শব্দ আপনারা মুখস্ত করে নিয়েছেন ব্যবসা করার সুবিধার্থে।কারণ-দু'চারটে ভাড়া করা সন্ত্রাসী যদি রাস্তায় আততায়ীর মত নেমে এসে 'অবরোধ, অবরোধ' বলে চেঁচায় তবে তা গণদাবি হয়ে যায় না। কেননা, ওরা গণ মানুষের প্রতিনিধিত্ব করে না। টাকা দিলেই যে কোন দলের গণমানুষ সাজতে পারে। আর আপনাদের কর্মসূচীতে সাড়া না দিয়ে কাজে বের হওয়া মানুষদের আগুনে পুড়িয়ে হত্যা বা হত্যার আয়োজন করাকে আন্দোলন বলে কি??? যে মানুষগুলো আপনাদের নৃশংসতার শিকার হয়েছেন মৃত্যুর আগেও তারা বলেছেন, তারা আপনাদের চায় না।



তাই মনে হল শব্দগুলো মুখস্ত করা কেবল।নিজেরা আয়োজন করে মানুষ মারবেন, আবার তারা মরল কেন সেই অজুহাতে আবার আয়োজন করবেন জ্বালাও-পোড়াও, আবার মানুষ মারবেন... এই চক্র চলবে মনে করলে সামনের দিনে হয়ত মারার জন্যে রাস্তায় মারার জন্যে মানুষ পাবেন না। তাই ভাবলাম আবদার মেটানোর সহজ ও সাশ্রয়ী পথ বাতলাই আপনাদের। তাতে করে সারা দেশব্যাপী সন্ত্রাসী ভাড়া করা লাগবে না আপনাদের। ককটেল ফাটাতে হবে না। আগুন দিয়ে মানুষ পোড়াতে হবে না।



কেবল কয়েকটা উদাহরণ দেব। না না, তার জন্যে বৃটিশ শাসনে নিয়ে যাব না আপনাদের। নব্বইতেও নেব না। অত পিছনে নিয়ে গেলে আপনাদের পোষাবে না। এই শতকেই সীমাবদ্ধ থাকব। তাহলে নাস্তিক বাম তকমা থেকেও বাঁচার সম্ভাবনা আছে।;)



১। ২০০৪ সালে মণিপুরের ছাত্রনেতা পেবম চিত্তরঞ্জন নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (AFSPA) বাতিলের দাবিতে।



২।২০১০ সালে তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে আত্মাহুতি দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সাই কুমার, সুবর্ণামা, ভবানী আরো অনেকে। তাদের আত্মাহুতি জন্ম দিয়েছে নতুন তেলেঙ্গানার।



৩। কিংবা আরব বসন্তের সেই বোয়াজিজি??? তাঁকে নিশ্চয়ই মনে আছে? খুব সাধারন একজন ফল বিক্রেতার আত্মাহুতির পরিণতি কেমন হতে পারে তা অজানা নয় আপনাদের।



এবার মূল কথায় আসি, গত কয়েক দফার অবরোধে আপনারা প্রায় জনাপঞ্চাশেক মানুষ পুড়িয়েছেন। অথচ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করছেন চোরের মত( চুরি পেশার লোকেদের কাছে ক্ষমাপ্রার্থী আমি ) । আমি বলি কি এবার মানুষ হত্যা বন্ধ করুন। এতই যদি আন্দোলনের ইচ্ছে হয় তবে যান এক বোতল কেরোসিন নিয়ে পল্টনের রাস্তায় নিজের গায়ে আগুন দিন। এত ত্যাগী নেতারা আছেন বিএনপিতে, ফখা,রিজভী, ফারুক, সালাউদ্দীন, কিংবা গণতন্ত্রের দুই মানসপুত্রের যে কোন এক জন , কেউ তো পারবেনই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এই ত্যাগটুকু করতে! গণতন্ত্র নিজ পায়ে হেঁটে বিএনপি কার্যালয়ে চলে যাবে আপনাদের কেউ যদি এটা করতে পারে।



যদি না পারেন তবে মানুষকে শান্তিতে থাকতে দিন। মানুষের অর্থে প্রতিপালিত হয়ে মানুষ পুড়িয়ে পারার সুযোগ আর বেশিদিন দেবে না জনগণ। আপনাদেরকেই ধরে ধরে আগুনে ঝলসানো হবে জনসমক্ষে এমন দিন হয়ত আর বেশী দূরে নয়।





Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

রাজীব দে সরকার বলেছেন:
কি সব লিখেছেন!
এখনই এক দল পাঁঠা এসে আপনাকে আওয়ামীলীগের
দালাল, বাকশালী, ভারতের দালাল সহ নানা উপাধি
দিয়ে যাবে :-<

বিএনপি-জামায়াতের কিছু মানুষ পোড়াতে ইচ্ছে করছে
তাতে আপনার এতো জ্বলে যাচ্ছে কেন বাপু (?!!) #:-S

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

স্মরনিকা ধর বলেছেন: আওয়ামী লীগ পুড়ালেও এই সবই লিখতাম। :-<

জনাব, আমি যে বেকার, এজন্যে। :)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

তিক্তভাষী বলেছেন: আপনার কাছে তিনটি নয়, একটি মাত্র প্রশ্ন। বিএনপির যে দাবি সেটা কি গণদাবি?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

স্মরনিকা ধর বলেছেন: গণদাবি কি না সেটা কি দুর্বোধ্য???
আন্দোলন দেখে কি মনে হয় এটা গণ
মানুষের ??

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

মদন বলেছেন: প্রথমত হলো বিএনপির দাবী শুধু মাত্র অন্ধ আওয়ামীপ্রেমী ছাড়া সাধারনের দাবী।
দ্বিতীয়ত হলো দাবী আদায়ের পদ্ধতিটি বড়ই নির্মম।
তৃতীয়ত আমরা বাঙ্গালীরা শক্তের ভক্ত নরমের যম। যে দল সরকারকে হেনস্তার সাথে টেনে নামাতে পারে তাকেই লোকজন ভোট দেয়। ৭১ এর পর থেকে সব নির্বাচন ইতিহাস দেখুন, সব ফকফকা হয়ে যাবে।

সমালোচনা দলের নয় নিজের করি। আমরাই তাদের ক্ষমতায় পাঠাই। তাদের দোষ মানেই হলো আমাদেরই দোষ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

স্মরনিকা ধর বলেছেন: আপনার শেষ কথাটির সাথে একমত।

তবে সাধারণ মানুষ এসব কিছু চায় না, চায় বলে আমার মনে হয় না।
আমরা দিন শেষে শান্তি চাই।
দাবি আদায় করতে গিয়ে আন্দোলনকারীরা(?) সাধারণকে মারছে। এতে কোন দাবিটি আদায় হল? সাধারণের দাবি আদায় করতে গিয়ে সাধারণকে কেন মারতে হচ্ছে?
আমার প্রশ্ন সেখানেই। সাধারণের দাবি যদি হত সাধারণ আন্দোলনে যোগ দিত, আর এখানে তাদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

এখানে সরকারী দলও সমানভাবে দায়ী তবে প্রধানত দায় টা বিএনপির উপরেই বর্তায়। পরোক্ষভাবে আমাদের উপরেও।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

মদন বলেছেন: না
আমরা সাধারনের সমস্যা এখানেই। আমরা একেবারেই নিজের সমস্যা না হলে অন্য কারো সমস্যা নিয়ে মাথা ঘামাই না।

রাস্তায় আপনি ছিনতাইয়ের কবলে পড়েছেন, আমি এড়িয়ে যাবো, ভাববো কি দরকার ঝামেলায় জড়িয়ে।
এলাকার নিরপরাধ ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আপনি এড়িয়ে যাবেন পুলিশী ঝামেলার ভয়ে।

টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি মানব বন্ধন করে কোনো বিষয়ে প্রতিবাদ করা হয়, সরকার তো দূরের কথা সাধারন লোকের কাছেই সেই প্রতিবাদের মূল্য নেই। একজন/দু্জন তো দূরের কথা হাজার হাজার লোক আত্নাহুতি দিলেও কারো মাথা ব্যথা হবে না এদেশে। সে সরকার হোক কিংবা বিরোধী দল। রানা প্লাজায়, তাজিন গার্মেন্টসের কথা ভুলে গেছেন?

আমাদের মানে এই জনগনের মাথাতেই ঢুকে আছে প্রতিবাদ/আন্দোলন মানেই জালাও পোড়াও। নইলে সে আন্দোলনের ফুটো পয়সা মূল্যও নেই, না সরকারের কাছে, না জনগনের কাছে আর না রাজনীতিবিদদের কাছে।

আমাদের মানসিকতাই আমাদের ডোবাচ্ছে। একদল মরলে অন্যদল উল্লসিত হচ্ছে, কেউ ভাবছে না একজন মানুষ মরলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

স্মরনিকা ধর বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.