![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেশ কে ভালবাসি।মানুষকে ভালবাসি।সৃজনশীল কিছু করতে ভালোবাসি।
বোদরামের সৈকতে মুখ থুবরে পড়ে আছে
একটি শিশু
গায়ে লাল জামা, নীল হাফপ্যান্ট
পায়ে জুতা আর মোজা আছে
দেহ থেকে প্রাণটা উড়ে গেছে
যেন ফুটন্ত একটি ফুল
কান পেতে বালুর কথা শুনছে
আর বলছে-
এই তোমাদের সভ্য পৃথিবী!
সমুদ্র তাকে গ্রাস করেনি
ফিরিয়ে দিয়েছে, অথচ
চলমান সভ্যতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ
মানুষকে ভীনদেশে, সমুদ্রে আর মৃত্যুর পথে ঠেলছে
https://www.youtube.com/watch?v=eqrT2HCiws8
২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
নিষ্পাপের মৃত্যু এই পৃথিবীর সবাইকে দোষী করে!
৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮
সূচরিতা সেন বলেছেন: এটাই বাস্তবতা।
৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০
কাইকর বলেছেন: বাস্তবতা
৫| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: এই ছবিটা না দিলেই পারতেন।
মনটা খারাপ হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬
শেখ সাদী মারজান বলেছেন: https://www.youtube.com/watch?v=eqrT2HCiws8