নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

তাসনিম জারা: সাহসী না সাহসের সেলফি?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

তাসনিম জারা: সাহসী না সাহসের সেলফি?

আজকাল শহরে নতুন এক ফ্যাশন এসেছে—"সাহসী" ট্যাগ লাগানো। ফেসবুকে পোস্ট দিলেই মানুষ হাততালি দেয়, ইউটিউব ভিডিও করলেই করতালি পড়ে। আর সেই করতালির কেন্দ্রবিন্দু এখন তাসনিম জারা।
হ্যাঁ, সেই তাসনিম জারা! যাঁর নিঃস্বার্থ (!) উচ্চারণে আজ অনেকে মুগ্ধ হয়ে গুগল সার্চ দিচ্ছেন: “সাহসের সংজ্ঞা”।

আমরাও বলি—আপনি সাহসী। খুবই সাহসী। আপনার সেই সাহস আমরা দেখেছি আপনার এডাল্ট ডাক্তারি ভিডিওতে—ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানোর বিরল প্রতিভা সত্যিই বিস্ময়কর। তবে প্রশ্ন হলো, আপনার সাহস কি কেবল মেকআপ-রেডি লাইট-অ্যাকশন-ক্যামেরার জন্য সংরক্ষিত? নাকি সেটা বাস্তব জীবনের রক্ত-মাংসের মানুষের কান্নার সময়ও কাজ করে?

নাগরিক কোয়ালিশনের নাট্যমঞ্চে
একদিনের কথা মনে আছে?
ডেইলি স্টার অফিসে নাগরিক কোয়ালিশনের প্রোগ্রাম।
নীলা ইস্রাফিল তখন তুষারের ভয়ঙ্কর ঘটনার কথা বলছিলেন—কান্নায় ভাঙা কণ্ঠে সাহায্যের আবেদন।
একজন নারী হিসেবে আপনার কাছে তিনি এগিয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন—“তাসনিম জারা তো নারীর পক্ষে দাঁড়াবেই”
কিন্তু কী করলেন আপনি?

একটু নাটকীয় বিরতি দেই—
আপনি করলেন কিছুই না।
না, ভুল বললাম। আপনি করলেন—ঠাণ্ডা নীরবতা, ফাঁপা প্রতিশ্রুতি, আর চোখ ফেরানো।
যেন তাঁর কান্না আপনার কানে পৌঁছায়নি। যেন তাঁর ক্ষত আপনার কফি মাগে ঝরেনি।

এটাই কি আপনার নারীবাদ?
এটাই কি আপনার সহমর্মিতা?
নাকি এগুলো সবই শুধু মঞ্চের প্রপস?

আপনি কি সাহসী, নাকি শুধু ব্র্যান্ডেড সাহসী?
তাসনিম জারা, আপনাকে আমরা সাহসী বলছি না।
আপনি সাহসের মার্কেটিং ডিরেক্টর।
আপনার সাহস হলো—
** জনতার সামনে দাঁড়িয়ে ইমেজ তৈরির সাহস।
** ফেসবুকে ক্যাপশন দেয়ার সাহস
** টিভি টকশোতে চোখের ভ্রু কুঁচকে গম্ভীর হওয়ার সাহস।
**. এবং সবচেয়ে বড় সাহস—অন্যায়ের সময় চুপ থাকার সাহস।

রাজনীতির নতুন ফ্যাশন: নীরবতা
আপনার নীরবতা কোনো অজ্ঞতা নয়, এটা ক্যালকুলেটেড।
কারণ এটাই বর্তমান রাজনৈতিক চরিত্রের পরিচয়।
যেখানে—

** সত্য চাপা পড়ে সুবিধার নিচে,
** অন্যের কান্না চাপা পড়ে আপনার গ্ল্যামারাস নীরবতায়,
** আর একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানো হয়ে ওঠে মূল দর্শন।

আপনি আসলে দুই দুনিয়ার শিল্পী।
কণ্ঠে সাহসী, কিন্তু হৃদয়ে কাপুরুষ।
মুখে আগুন, মনে বরফ।

ভবিষ্যতের ব্যঙ্গচিত্র
আজকে আপনাকে সাধুবাদ দিচ্ছে মানুষ।
কালকে সেই সাধুবাদই পরিণত হবে ব্যঙ্গচিত্রে।
মানুষ বলবে:

"তাসনিম জারা সাহসী ছিলেন, তবে সেই সাহস ছিল শুধু আলো-ঝলমলে মঞ্চের জন্য।
অন্যের কান্না, বেদনা, রক্তক্ষরণ—সবই তাঁর কাছে ছিল একধরনের ‘অ্যাবস্ট্রাক্ট আর্ট’।"

শেষ কথা
তাসনিম জারা,
শুধু উচ্চ শিক্ষিত হলেই হয় না।
মানবিকও হতে হয়।
আপনি আধুনিকতার মুখোশ পরে যতই ক্যামেরা-ফ্রেন্ডলি বক্তৃতা দিন না কেন,
ইতিহাস আপনাকে মনে রাখবে এক নীরব, সুবিধাবাদী, মুখোশধারী নারী হিসেবে।

আপনার আজকের নীরবতা আপনার ভবিষ্যতের শিকল।
আর এই শিকল ভাঙার একটাই উপায় ছিল—সাহস দেখানো।
কিন্তু আপনি তো শুধু সাহসের সেলফি তুললেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: তাসনিম জারা পলিটিক্সে নতুন । তাকে নিয়ে এতো আলোচনা কারন তিনি সেক্স এডুকেশন নিয়ে টিচিং দিতেন । বাংলাদেশে এগুলো টাবু হিসাব কাজ করে ।

তাসনিম জারা একজন সাধারন মানুষ । যদি পলিটিক্স করতেই চান তবে সব রকম কটু কথা শুনেই এগিয়ে যেতে হবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: কুতুব ভাই ধন্যবাদ, যতদিন এনসিপি আছে ততদিন তার রাজনীতি থাকবে বলে আমি মনে করি।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: তাসনিম জারা সাহসী হয় কিভাবে? সে তো সুযোগ সন্ধানী।
সে কি অনেক দিন ধরে রাজনীতি করছে, না।
তারা তো অনেক চুক্তি, লাভ এটা পেয়ে এসব করছে।

সেনাবহিনী আর আমেরিকার সমর্থন তুলে নেন দেখবেন সাহস কোথায় যায়!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫০

এস.এম. আজাদ রহমান বলেছেন: "তাসনিম জারা, আপনাকে আমরা সাহসী বলছি না।
আপনি সাহসের মার্কেটিং ডিরেক্টর।"

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:



এরা পাকিস্তানীদের থেকে মিলিটারী ট্রেনিং পেয়েছে, এরা জল্লাদ; গত আমেরিকান ক্যু'তে ছাত্র হত্যা করেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫১

এস.এম. আজাদ রহমান বলেছেন: এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫২

পুরানমানব বলেছেন: কথিত নারীবাদী নামক পতিতাদের সহিত স্বল্প বয়সী এই মেয়ের কোনো মিল খুঁজিয়া পাওয়া যাইতেছে না।
আফসোস।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০২

পুরানমানব বলেছেন: বিজন রয় বলেছেন:

সেনাবহিনী আর আমেরিকার সমর্থন তুলে নেন দেখবেন সাহস কোথায় যায়!
সাহসের প্রকৃত অর্থ জানেন নাকি দাদা ? সারাজীবন তো লীগের বিচির সহিত ঝুলিয়া ছিলেন এখনো আছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধীরে ধীরে গর্ত থেকে বের হচ্ছেন তাই না? আমেরিকায় আম্রিগের সন্ত্রাসী কর্মকান্ডকে আপনি কীভাবে দেখেন?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
কোটে, ফজলুর রহমানের বাড়ির সামনে ও বিভিন্ন জায়গায় মব ও ডিম ছোড়ার মত করে দেখি। এ জাতি কেন যে গোল্ড ফিশের মেমোরী নিয়ে জন্মায় জানি না!

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯

মাথা পাগলা বলেছেন: মজার কথা হলো ফ্যাসিস্টদের দোসর অভিযুক্তদের বাংলাদেশে পঁচা ডিম মারার উৎসব প্রচলন করাতে যারা খুব খুশি হয়েছিলেন তারাই আজকে আম্রিকায় পঁচা ডিম মারাটাকে সন্ত্রাস কার্যকলাপ হিসেবে দেখছেন।

সামনের নির্বাচনের পর আমার মনে হয় না বিএনপি, জামাত বা সেনারা লীগের হাত থেকে এনসিপি নেতাদের প্রটেকশন দেবে। সম্ভবত প্রানের ভয়ে তাদের দেশ ছাড়তে হবে।

হে হে, যারা সবকিছুতেই লীগের ছায়া খুঁজে পায়, ৭১ - এ ২ হাজার মারা গিয়েছে বলে, তাদের জন্য: https://www.facebook.com/reel/645042404994820

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১

এস.এম. আজাদ রহমান বলেছেন: সুন্দর বর্ননা, ধন্যবাদ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

মাথা পাগলা বলেছেন: পুরানমানব বলেছেন: সাহসের প্রকৃত অর্থ জানেন নাকি দাদা ? সারাজীবন তো লীগের বিচির সহিত ঝুলিয়া ছিলেন এখনো আছেন।

আপনার সাহসের ডেফিনিশন তো দেখি শুধু গালি দেওয়া, তাও আবার অনলাইনে। লীগের বিচি নিয়ে এত রিসার্চ করছেন, মনে হয় থিসিস জমা দিয়ে এসেছেন। নাকি সারজিসের মতো নিজেই ধরতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি তাই এখন খুব গোসসা করে বসে আছেন।

লীগের বিচিতে ঝুলে থাকার গল্পটা পুরনো রেকর্ডের মতো শোনাচ্ছে। নতুন কিছু শিখে আসুন, সাহস কাকে বলে সেটা তখনই বুঝবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭

আমি নই বলেছেন: তাসনিম জারা অবস্যই প্রচলিতদের চাইতে বেটার।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬

পুরানমানব বলেছেন: মাথা পাগলা বলেছেন: আপনার সাহসের ডেফিনিশন তো দেখি শুধু গালি দেওয়া, তাও আবার অনলাইনে
মাথা পাগল ছাগলের কথা মাথায় লইতে নাই । :P

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১

পুরানমানব বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: তাসনিম জারা একজন সাধারন মানুষ । যদি পলিটিক্স করতেই চান তবে সব রকম কটু কথা শুনেই এগিয়ে যেতে হবে।
বাসুদ(বাংলাদেশ সুবিধাবাদী দল) সভাপতির পদ আপনাকেই লইতে হইবে। সবদিকেই কথা কন। B-)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: পুরানমানব@যে যেমন সবাইকে তেমন ই ভাবে সামুতে এসে আপনাকে দেখে এই কথার সত্যতা বুঝেছি।


বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো দল নেই, যাদের নারীনেত্রীকে নিয়ে খারাপ কথা বলা হয়নি। কিন্তু আসল সত্য হলো—আপনার গায়ে শুধু তখনই লাগে, যখন আপনার পছন্দের দলের নারীনেত্রীকে নিয়ে কেউ খারাপ কথা বলে। আসল বাসুদ হলেন আপনারা । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫০

মাথা পাগলা বলেছেন: @পুরানমানব

কথায় কথায় গালিদানের প্রবণতা নাকি মস্তিষ্কের আকারের সহিত সরাসরি ব্যস্তানুপাতিক - গালি যত বৃদ্ধি পায়, মস্তিষ্ক তত ক্ষুদ্রতর হইয়া পড়ে। আপনার মন্তব্যসমূহই তাহারই জীবন্ত প্রমাণস্বরূপ।

ছাগল চিনিবার অভিজ্ঞতা লইয়া মনে হয় আপনি আয়নার সম্মুখে বহু অনুশীলন করিয়াছেন। ছাগল হিসেবে স্বয়ং নিজেকে চিনিতে সক্ষম হইলেও, অপরকে সঠিকভাবে শনাক্ত করিবার পরীক্ষায় বারংবার বিফল হইয়াছেন। যত্নের সহিত আয়নার সম্মুখে দাঁড়াইয়া আরও প্র্যাকটিস করিবার জন্য উপদেশ রইল। =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩১

ঢাবিয়ান বলেছেন: আপনি হানি ট্র্যপ নীলা ইস্রাফীলের একজন ফ্যান এবং কেমব্রীজ ডক্ট্রর তাস্নিম জারার সমালোচক!!! নিজের লেভেলটা বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ তুলনা করবার জন্য।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান @ নীলা ইস্রাফীল যে হানি ট্র্যপ আপনি কোথায় পেয়েছেন ? সারোয়ার তুষারের মতো বউ পিটানো মামলার আসামি কে কেউ হানি ট* করতে যাবে না । :-P

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

এস.এম. আজাদ রহমান বলেছেন: কুতুব ভাই মানুষ অনেক কিছুই বলবে, যা আপনার আমার সাথে মিলবে না, কিন্তু তার বক্কব্য ঠিক তার মত হবে, তাই শুধুই ধন্যবাদ জ্ঞাপন করি, কথা বাড়াই না!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাসনিম জারার মত একজন প্রতিভাবান হাই প্রোফাইল মানুষ এদেশের মানুষের জন্য রাজনীতি করছেন এতে জাতির গর্ববোধ করা উচিৎ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩২

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি বোধ করি, ধন্যবাদ। তবে মনে রাখবেন, ওনার যে পেশা ছিল, সেটাই ভাল ছিল।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৭

পলক শাহরিয়ার বলেছেন: `তাসনিম জারা ' এই নামটা নিয়েই আপনি পোস্টে িকছু অ্যাটেনশন পেয়েছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২২

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি ভাইয়্যা হয়তোবা আপনি সঠিক, ধন্যবাদ

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: তাসনিম জারা ভুল দলে জয়েন করেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.