নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

মানুষ

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

সাকিবের বিকল্প নাই, কিন্তু উপদেষ্টার বিকল্প আছে শত শত!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৫




বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ — ঘোষণা দিলেন এক ‘অধ্যায়হীন’ ক্রীড়া উপদেষ্টা।

বাংলাদেশের ক্রিকেটে একটা নামের সাথে লাখো স্বপ্ন, কোটি আবেগ জড়িয়ে আছে—সাকিব আল হাসান।
যে ছেলে মাগুরার মাটিতে জন্ম নিয়েও সারা বিশ্বের ক্রিকেট মাঠে লাল-সবুজ পতাকা উড়িয়ে বেড়িয়েছে, সেই ছেলেকে আজ বলা হচ্ছে,

“বাংলাদেশের জার্সি আর গায়ে তুলতে দেওয়া হবে না।”

এ কথাটা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শোনার পর মনে হলো না যেন কোনো রাষ্ট্রীয় উপদেষ্টা কথা বলছেন, মনে হলো মোড়ের চায়ের দোকানের মাইক হাতে দুলাভাই, যিনি প্রতিদিন নিজের অযোগ্যতাকে ঢাকতে কোনো না কোনো খবর বানিয়ে দেন।

সাকিব বনাম সজীব: ম্যাচ শুরু হলো ফেসবুকে![/su
সাকিব একটা ফেসবুক পোস্ট করলেন, আর সেই পোস্ট দেখে সজীব ভুঁইয়ার রাগ এমনভাবে চড়ল, যেন তিনি হঠাৎ করে ভারতের সাথে বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছেন।
দুই দিন ধরে ভার্চুয়াল কুস্তি — স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস, কমেন্টের পাল্টা কমেন্ট।
শেষে সজীব ভুঁইয়া নাটকীয় ভঙ্গিতে ঘোষণা দিলেন,

“আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।”

এ যেন ক্রিকেট মাঠ নয়, পুরোপুরি রাজনৈতিক মঞ্চ। শুধু টসের জায়গায় ফেসবুকের ‘পোস্ট’ আর বলের জায়গায় কমেন্ট সেকশন!

কার প্রমাণ, কার অপমান
সজীব ভুঁইয়া দাবি করলেন,
“সাকিব আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি।”

প্রমাণ হিসেবে তিনি দেখালেন একটা ফেসবুক পোস্ট!
মানে, দেশের ক্রীড়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে এখন ফেসবুকের পোস্ট দেখে।
তাহলে তো কালকেই হয়তো কোনো ক্রিকেটার স্টোরিতে শুধু লাল গুলাপ দেবে, আর বোর্ড বলবে—
“ওহ, লাল মানে তো আওয়ামী লীগ! বাদ দাও!”

এই যুক্তিতে চললে বিসিবির পরের মিটিং হবে মিরপুরের মাঠে নয়, বরং মেটা হেডকোয়ার্টারে।

সাকিবের অপরাধ?
সাকিবের অপরাধ হলো, তিনি ক্রিকেটের বাইরেও দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন।
তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, নৌকা প্রতীক নিয়েছিলেন।
কিন্তু এখনকার নতুন সরকার সেটা মেনে নিতে পারছে না।
তাদের যুক্তি হলো,
“সাকিব তো নৌকা নিয়েছে, মানে সে আওয়ামী!”
কিন্তু প্রশ্ন হলো—
তাহলে যারা গাছ প্রতীক, সাইকেল প্রতীক, কিংবা পাখি প্রতীকে দাঁড়িয়েছিলেন, তারা কি প্রাণী অধিকার বা পরিবেশবাদী সংগঠনের সদস্য?

ক্রিকেটে রাজনীতি ঢোকালেন কে?
সজীব ভুঁইয়া নিজেই রাজনীতির মাঠের খেলোয়াড়।
তিনি ক্রিকেট বোর্ডকে নিজের রাজনৈতিক লাঠিখেলা চালানোর জায়গা বানাতে চান।
আজ তিনি সাকিবকে বাদ দিলেন, কাল হয়তো তামিমের বিরুদ্ধে কড়া ভাষণ দেবেন, কারণ তামিম একবার ইনিংস শুরু করার আগে জাতীয় সংগীত গাইতে গিয়ে ভুল সুর ধরেছিল!

জনগণের রায় স্পষ্ট
বাংলার মানুষ জানে, সাকিবের বিকল্প নেই।
তিনি দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার।
তাঁর হাতের ছোঁয়ায় বাংলাদেশের ক্রিকেট পৌঁছেছিল এমন উচ্চতায়, যেখানে কল্পনাও করতে পারিনি।
আজ সেই সাকিবকে শুধু রাজনৈতিক হিংসা থেকে বাদ দেওয়া হচ্ছে।

যারা সাকিবকে খেলতে দেবে না, তাদের প্রতি জনগণের জবাব খুব স্পষ্ট—

“দল বদলানো যায়, বোর্ড বদলানো যায়,
কিন্তু সাকিবের মতো কিংবদন্তি তৈরি করা যায় না।”


শেষ কথা: সাকিব মানে বাংলাদেশ
সাকিবকে যদি বাদ দেওয়া হয়, আসলে বাদ দেওয়া হবে দেশের ক্রিকেটকে।
বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নগুলোকে।
আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো অস্থায়ী উপদেষ্টাদের কথা মনে রাখার দরকার নেই।
কারণ তারা আসবে, যাবে।
কিন্তু সাকিব আল হাসান থাকবেন ইতিহাসের পাতায়, লাখো ক্রিকেটপ্রেমীর হৃদয়ে।

স্লোগান:
“সাকিবের বিকল্প নাই, কিন্তু উপদেষ্টার বিকল্প আছে হাজার হাজার!”
বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায় শেষ — ঘোষণা দিলেন এক ‘অধ্যায়হীন’ ক্রীড়া উপদেষ্টা।

বাংলাদেশের ক্রিকেটে একটা নামের সাথে লাখো স্বপ্ন, কোটি আবেগ জড়িয়ে আছে—সাকিব আল হাসান।
যে ছেলে মাগুরার মাটিতে জন্ম নিয়েও সারা বিশ্বের ক্রিকেট মাঠে লাল-সবুজ পতাকা উড়িয়ে বেড়িয়েছে, সেই ছেলেকে আজ বলা হচ্ছে,

“বাংলাদেশের জার্সি আর গায়ে তুলতে দেওয়া হবে না।”

এ কথাটা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শোনার পর মনে হলো না যেন কোনো রাষ্ট্রীয় উপদেষ্টা কথা বলছেন, মনে হলো মোড়ের চায়ের দোকানের মাইক হাতে দুলাভাই, যিনি প্রতিদিন নিজের অযোগ্যতাকে ঢাকতে কোনো না কোনো খবর বানিয়ে দেন।

সাকিব বনাম সজীব: ম্যাচ শুরু হলো ফেসবুকে![/su
সাকিব একটা ফেসবুক পোস্ট করলেন, আর সেই পোস্ট দেখে সজীব ভুঁইয়ার রাগ এমনভাবে চড়ল, যেন তিনি হঠাৎ করে ভারতের সাথে বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছেন।
দুই দিন ধরে ভার্চুয়াল কুস্তি — স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস, কমেন্টের পাল্টা কমেন্ট।
শেষে সজীব ভুঁইয়া নাটকীয় ভঙ্গিতে ঘোষণা দিলেন,

“আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।”

এ যেন ক্রিকেট মাঠ নয়, পুরোপুরি রাজনৈতিক মঞ্চ। শুধু টসের জায়গায় ফেসবুকের ‘পোস্ট’ আর বলের জায়গায় কমেন্ট সেকশন!

কার প্রমাণ, কার অপমান
সজীব ভুঁইয়া দাবি করলেন,
“সাকিব আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি।”

প্রমাণ হিসেবে তিনি দেখালেন একটা ফেসবুক পোস্ট!
মানে, দেশের ক্রীড়ার ভবিষ্যৎ নির্ধারণ হবে এখন ফেসবুকের পোস্ট দেখে।
তাহলে তো কালকেই হয়তো কোনো ক্রিকেটার স্টোরিতে শুধু লাল গুলাপ দেবে, আর বোর্ড বলবে—
“ওহ, লাল মানে তো আওয়ামী লীগ! বাদ দাও!”

এই যুক্তিতে চললে বিসিবির পরের মিটিং হবে মিরপুরের মাঠে নয়, বরং মেটা হেডকোয়ার্টারে।

সাকিবের অপরাধ?
সাকিবের অপরাধ হলো, তিনি ক্রিকেটের বাইরেও দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন।
তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, নৌকা প্রতীক নিয়েছিলেন।
কিন্তু এখনকার নতুন সরকার সেটা মেনে নিতে পারছে না।
তাদের যুক্তি হলো,
“সাকিব তো নৌকা নিয়েছে, মানে সে আওয়ামী!”
কিন্তু প্রশ্ন হলো—
তাহলে যারা গাছ প্রতীক, সাইকেল প্রতীক, কিংবা পাখি প্রতীকে দাঁড়িয়েছিলেন, তারা কি প্রাণী অধিকার বা পরিবেশবাদী সংগঠনের সদস্য?

ক্রিকেটে রাজনীতি ঢোকালেন কে?
সজীব ভুঁইয়া নিজেই রাজনীতির মাঠের খেলোয়াড়।
তিনি ক্রিকেট বোর্ডকে নিজের রাজনৈতিক লাঠিখেলা চালানোর জায়গা বানাতে চান।
আজ তিনি সাকিবকে বাদ দিলেন, কাল হয়তো তামিমের বিরুদ্ধে কড়া ভাষণ দেবেন, কারণ তামিম একবার ইনিংস শুরু করার আগে জাতীয় সংগীত গাইতে গিয়ে ভুল সুর ধরেছিল!

জনগণের রায় স্পষ্ট
বাংলার মানুষ জানে, সাকিবের বিকল্প নেই।
তিনি দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার।
তাঁর হাতের ছোঁয়ায় বাংলাদেশের ক্রিকেট পৌঁছেছিল এমন উচ্চতায়, যেখানে কল্পনাও করতে পারিনি।
আজ সেই সাকিবকে শুধু রাজনৈতিক হিংসা থেকে বাদ দেওয়া হচ্ছে।

যারা সাকিবকে খেলতে দেবে না, তাদের প্রতি জনগণের জবাব খুব স্পষ্ট—

“দল বদলানো যায়, বোর্ড বদলানো যায়,
কিন্তু সাকিবের মতো কিংবদন্তি তৈরি করা যায় না।”


শেষ কথা: সাকিব মানে বাংলাদেশ
সাকিবকে যদি বাদ দেওয়া হয়, আসলে বাদ দেওয়া হবে দেশের ক্রিকেটকে।
বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নগুলোকে।
আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো অস্থায়ী উপদেষ্টাদের কথা মনে রাখার দরকার নেই।
কারণ তারা আসবে, যাবে।
কিন্তু সাকিব আল হাসান থাকবেন ইতিহাসের পাতায়, লাখো ক্রিকেটপ্রেমীর হৃদয়ে।

স্লোগান:
“সাকিবের বিকল্প নাই, কিন্তু উপদেষ্টার বিকল্প আছে হাজার হাজার!”

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: সাকিব আল হাসান মানুষ ভালো না। তার মধ্যে মানবিক গুণের অভাব রয়েছে। তবে তাকে নিয়ে যে কথা বলছে সে ব্যক্তি এবং তার বাবা এখন মধু খেয়ে বেড়াচ্ছেন। ইন্টেরিম সরকারের মধ্যে সবচেয়ে বেশি করাপশন করছেন সেই ব্যক্তিটি!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: কুতুব ভাই, ধন্যবাদ, এখানে সাকিব এর যোগ্যতার কথা বলা হচ্ছে, ব্যক্তি হিসেবে কে কত খানি ভাল মন্দ সে বিচার মানুষের কাছে ছেড়ে দিন।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: দূর্জন বিদ্যান হলেও তার সঙ্গ পরিতাজ্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: সঠিক কথা বলেছেন, কিন্তু এতো মানুষ দূর্জন যে সঙ্গ ত্যাগ করতে থাকলে জঙ্গলেও আমাদের জায়গা হবে না।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: শিল্পী, খেলোয়াড় এদেরকে সবাই ভালোবাসে। এরা দলমত নির্বিশেষে সবার জন্য!! তাদের পলিটিক্সে টানার মানে কি? তদেরই বা এত পলিটিক্স করার দরকার কি ??? :(

তারা থাকবে বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল ...... :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: সহমত, ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৪

শেরজা তপন বলেছেন: একটা ডেড হর্স! ভয়াবহ স্বার্থপর মানুষ, নিজেকে ছাড়া কিছুই বুঝে না। ফালতু ক্রিকেট খেলার জন্য এইসব আবর্জনা দরকার নেই।
ভারত পারেই এই একটা খেলা, তাই এই নিয়ে চরম হট্টগোল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯

আমি নই বলেছেন: সাকিব মারাত্বক স্বার্থপর মানুষ। নিজের স্বার্থের জন্য মানুষ খুন ছারা টাকা কামানো যায় এমন সব কাজই করেছে। আজকে যে অনলাইন জুয়া বাংলাদেশে ক্যানসারে রুপ নিয়েছে এটাও ঐ হারামজাদা সাকিবের জন্যেই। সেই সম্ভবত বাংলাদেশের একমাত্র সেলিব্রেটি যে কিনা জুয়া মারাত্বক অপরাধ জেনেও এর প্রচার করেছিল।

পলিটিক্স বাদ, পলিটিক্সের বাইরেও যত অপকর্ম এই সাকিব করেছে তার জন্যে জেলে পচা উচিৎ ছিল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধনবাদ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৭

মাথা পাগলা বলেছেন: স্টক মার্কেট (৫০ লক্ষ টাকা জরিমানা দিয়ে সম্ভবত মামলা থেকে নাম কাটায়), বেটিং স্পনসর, আর একটা মনে হয় চেক বাউন্সের অভিযোগ আছে। এছাড়া আর কি কি অভিযোগ আছে শুনি?

আসল কথা কন তার প্রতি আপনারা জেলাস। সুন্দর বউ আছে, আম্রিকায় বাড়ি আছে, কোটি কোটি ফ্যান আছে। কিন্তু সে বিরাট কোলির মতো ব্যাড বয় হবে কেন? তার উচিত ছিল সকাল-বিকাল নামাজ পড়া। ক্রিকেট ইতিহাসে সাকিবের নাম আজীবন উচ্চারিত হবে, বাংগু জাতি কি করলো দেখার দরকার নাই।

লেখক বলেছেন: সঠিক কথা বলেছেন, কিন্তু এতো মানুষ দূর্জন যে সঙ্গ ত্যাগ করতে থাকলে জঙ্গলেও আমাদের জায়গা হবে না।


কথাটা ভালো লেগেছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সাক্যাবকে কষে একটা চড় দেওয়া উচিৎ।

আস্তা একটা মাদারবোর্ড।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২২

এস.এম. আজাদ রহমান বলেছেন: ওকে পারবেনতো ভাই? নাকি অন্যকিছু ভাবছেন, জানাবেন প্লিজ!!

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২২

আমি নই বলেছেন: @মাথা পাগলা, শুধু মাত্র জুয়ার প্রচারের জন্যইতো ওর জেলে থাকা উচিৎ ছিল।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: উচিৎ অনেক কিছুই ছিল, কোনটা হয়েছে আর হচ্ছে কিংবা হবে?

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




জুয়া প্রচারকারী মাদারবোর্ড।

দলের ঘুণে পোকা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন সেটা প্রথম মন্তভ্যতেই ফুটে উঠেছে।ধন্যবাদ।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আরবে, দূররা মারার প্রচলন ছিলো এক সময়ে।

সে ঐখানে জন্মালে এতো দিনে দূররা খেতো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯

এস.এম. আজাদ রহমান বলেছেন: ও একা খেতো নাকি সাথি আরো ভারী হতো।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১

মাথা পাগলা বলেছেন: আমি নই বলেছেন: @মাথা পাগলা, শুধু মাত্র জুয়ার প্রচারের জন্যইতো ওর জেলে থাকা উচিৎ ছিল।

ইউরোপের সবাই কম-বেশী জুয়া খেলে, সোস্যাল লাইফের একটা পার্ট। ভারতে dream 11 জুয়া কোম্পানী।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪১

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১

আমি নই বলেছেন: লেখক বলেছেন: উচিৎ অনেক কিছুই ছিল, কোনটা হয়েছে আর হচ্ছে কিংবা হবে?

হুুমম, এটা আমাদের দুর্বলতা, উচিৎ কাজ গুলোই করা হয় না। কিন্তু তার মানে এই নয় জেনে-বুঝে আপনি এমন একটা রাষ্ট্র ধ্বংশ কারি মানুষের পক্ষে সাফাই গাইবেন।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মাদারবোর্ড জুয়ার প্রচারনা না করলে এত দ্রুত এই ক্যান্সার ছরিয়ে পরতনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: বিটিআরসি থেকে এই সাইডগুলো ব্লক করতে পারে, কিন্তু কোন এক অদৃশ্য কারনে তারা করেন না।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

আমি নই বলেছেন: মাথা পাগলা বলেছেন: ইউরোপের সবাই কম-বেশী জুয়া খেলে, সোস্যাল লাইফের একটা পার্ট। ভারতে dream 11 জুয়া কোম্পানী।

বাংলাদেশ ইউরোপের দেশ হল কবে?? ভারতে dream 11 জুয়া কোম্পানী আছে দেখে কি আমাদেরকেও আইন পরিবর্তন করে জুয়াকে লিগ্যাল করতে হবে!!!! কি আজব মেন্টালিটি। আপনি কি জানেন এই এই অনলাইন জুয়ার মাধ্যমে কত বিলিয়ন ডলার পাচার হচ্ছে? কত শত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: আগের কমেন্টে বলেছি জুয়ার জন্য একজনকে দোষ না দিয়ে বিটিআরসি'র ভূমিকার কথাও বলুন।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৯

মাথা পাগলা বলেছেন: জুয়া খারাপ কেন সেটা বলেন? আপনি জুয়া খেলে টাকা নষ্ট করবেন না প্রফিট করবেন আপনার ব্যাপার। সাকিব কি মানুষকে জোর করে জুয়া খেলিয়েছে?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০১

আমি নই বলেছেন: মাথা পাগলা বলেছেন: জুয়া খারাপ কেন সেটা বলেন? আপনি জুয়া খেলে টাকা নষ্ট করবেন না প্রফিট করবেন আপনার ব্যাপার। সাকিব কি মানুষকে জোর করে জুয়া খেলিয়েছে?

বাংলাদেশের আইনে জুয়া নিষিদ্ধ এর চাইতে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে??

এবং জুয়া খারাপ হওয়ার কারণ শুধু টাকা হারানো বা লাভ-লোকসানের বিষয় নয়। জুয়া সমাজে নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলে,

আসক্তি তৈরি করেঃ অনেকেই শুরুতে বিনোদন ভেবে খেলতে গিয়ে আসক্ত হয়ে পড়ে, তখন সেটা থেকে বের হতে পারে না।
অর্থনৈতিক ক্ষতিঃ আসক্তির কারণে পরিবার ও সমাজে আর্থিক অস্থিরতা তৈরি হয়।
নৈতিক অবক্ষয়ঃ পরিশ্রম ছাড়া অর্থ পাওয়ার লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়।
সামাজিক সমস্যাঃ পরিবার ভাঙন, অপরাধ প্রবণতা ও মানসিক চাপ বাড়ে।

সাকিব হয়তো কাউকে জোর করে জুয়া খেলায়নি, কিন্তু সে একজন জাতীয় তারকা। তার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ জুয়ার প্রতি আকৃষ্ট হবে, বিশেষ করে তরুণরা। একজন সেলিব্রেটির দায়িত্ব হচ্ছে ভালো কিছুর প্রচার করা, খারাপ কিছু না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: বিটিআরসি থেকে এই সাইডগুলো ব্লক করতে পারে, কিন্তু কোন এক অদৃশ্য কারনে তারা করেন না।

আমার জানা মতে বিটিআরসি সবগুলো মেইন সাইট ব্লক করেছে কিন্তু জুয়ার এজেন্টরা নিত্য নতুন প্রক্সি ডোমেইন ব্যাবহার করে যা বিটিআরসি কেন দুনিয়ার কোনো সংষ্থার পক্ষেই ইনস্ট্যান্ট ব্লক সম্ভব নয়। তাছারা এখন বিভিন্ন নামে মোবাইল এ্যপের কারনে ব্লক করাটা কঠিন।

সাকিবের সমালোচনা বা তাকে অন্যতম মেইন কালপ্রিট বিবেচনা করার কারন আপনার পোষ্টেই আছে। তার তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারকে সে খারাপ কিছু করার জন্য প্রভাবিত করেছিল এবং সফলও হয়েছে। এখন বাংলাদেশে মিলিয়ন মিলিয়ন জুয়ারির জন্ম হয়েছে। কংগ্রাচুলেশন সাকিব। আপনাকেও কংগ্রাচুলেশন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: বিটি্ারসি'র পক্সে সাফাই গাওয়ার জন্য ধন্যবাদ, ওদের কাজই হলো এগুলাকে ব্লক করা, সেটা নতুন করে করুন কিংবা প্রক্সি ডোমেইনে করুন। বা নতুন এ্যাপস এ করুক। যেভাবে করুক, তাদের সারাদিন ২৪ ঘন্টা এটাই করবে সেটাই স্বাভাবিক। আবারো আপনাকে ধন্যবাদ।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

রিফাত হোসেন বলেছেন: সাকিবের বিকল্প বর্তমানে নাই, তবে ভবিষ্যতে হবে কি হবে না তা ভবিষ্যৎই বলে দিবে! আজীবন ফুটবল এর সভাপতি হবার সুযোগ থাকে যেই দেশে আর রাজনৈতিক দলের প্রভাবে ক্রিকেটের সভাপতি নিয়োগ হত ও হয়, আজীবন প্রধানমন্ত্রী থাকার জন্য রাতের ভোট মেরে দেয়, সেই দেশের থেকে নতুন করে সাকিব তৈরী হবার পথ সহজ নয়। কত উপদেষ্টা আসবে যাবে, দরকার হলে পালিয়ে পাশের দেশে যাবে! এই হল corrupt দেশের নিয়তি।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ও সহমত।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: ও একা খেতো নাকি সাথি আরো ভারী হতো।
----------------------

ও-ই ফ্রন্টে ছিলো।

ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ত্রিপল সেঞ্চুরিয়নকে সে-ই পলিটিক্স করে বিদায় নিতে বাধ্য করেছে।

হ্যাঁ, সে ভালো ক্রিকেটার। কিন্তু, তার বিকল্প নেই বললে 'পঞ্চ পাণ্ডব'-এর বাকিদের ছোট করা হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

আমি নই বলেছেন: লেখক বলেছেন: বিটি্ারসি'র পক্সে সাফাই গাওয়ার জন্য ধন্যবাদ, ওদের কাজই হলো এগুলাকে ব্লক করা, সেটা নতুন করে করুন কিংবা প্রক্সি ডোমেইনে করুন। বা নতুন এ্যাপস এ করুক। যেভাবে করুক, তাদের সারাদিন ২৪ ঘন্টা এটাই করবে সেটাই স্বাভাবিক। আবারো আপনাকে ধন্যবাদ।

আমি কারো পক্ষে সাফাই গাইছিনা, টেকনিক্যাল সিমাবদ্ধতার কথা বলতেছি। ধরেন আমি samu21313213.com ডোমেইন দিয়ে একটা জুয়ার সাইট ওপেন করলাম (মুলত মুল সাইটের প্রক্সি) এবং ১০০ জন জুয়ারিকে এই ডোমেইন ব্যাবহার করতে বললাম। যতক্ষন পর্যন্ত না কেউ এই ডোমেইন নেম ফ্লাস করতেছে ততক্ষন বিটিআরসি কেন কারো বাপেরো ক্ষমতা নাই ধরতে পারে। এই সিমাবদ্ধতার কারনেই তারা ইনস্ট্যান্ট কিছু করতে পারেনা। আশা করি বুঝতে পারছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: বোঝার মত যন্ত্রপাতি আমার নাই ভাইয়্যা। ভাল থাকবেন।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১১

বিজন রয় বলেছেন: সময় সব কিছু বলছে, বলবেও।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৯

এস.এম. আজাদ রহমান বলেছেন: কার কথা বললেন বিজন দা।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৪

বিজন রয় বলেছেন: যারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে চাচ্ছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ওকে দাদা এবার বুঝতে পাচ্ছি, ধন্যবাদ।

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫১

মেঠোপথ২৩ বলেছেন: সেই ২০১৯ সালেই ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোর কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। তখন সাকিব ছিল তরুন খেলোয়ার যার পারফরমেন্সও ছিল দুর্দান্ত। কিন্তু খেলোয়ার যত ভালই হোক , শৃংখলা ভঙ্গ করলে আইসিসির আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হয়। পরবর্তীতে ক্রিকেটে ফিরেও সুবিধা করতে পারেনি । পারফর্মেন্স ছিল পড়তির দিকে। তাই সে টাকা কামানোর সকল অবৈধ রাস্তা বেছে নিয়েছিল। আর এখনতো তার অবসরে থাকার বয়স। তার সব জঘন্য অপরাধের কথা যদি বাদও দেই, অবসরের বয়সে পৌছানো একজন ক্রিকেটারের বিকল্পতো বহু আগেই তৈরী হবার কথা। আপনার শিরোনাম পড়লে মনে হয় যে, ক্রিকেট খেলা একটা পার্মানেন্ট পেশা!!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৫৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ আপনার তথ্যের জন্য।

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২০

কামাল১৮ বলেছেন: গোল বস্তুদিয়ে খেলা হারাম।ক্রিকের ফুটবল নিষিদ্ধ হবে অচিরেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

২৪| ০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৩

মাথা পাগলা বলেছেন: @বিজন রয় বলেছেন: যারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে চাচ্ছে।

সহমত! জুয়ার বিজ্ঞাপন নিয়ে নৈতিক আপত্তি থাকতে পারে, কিন্তু এখন যেটা ঘটছে তার মূল কারণ রাজনৈতিক অবস্থান।

কমেণ্টগুলো পড়ে মনে হলো, আনন্দবাজার পত্রিকার টাইটেল যথার্থ - "বাংলাদেশের হয়ে আর খেলতে পারবেন না শাকিব! ইউনূস সরকারের ফতোয়া, তিন দিনের বাগ‌্‌যুদ্ধে শেষ হল ক্রিকেটজীবন।"

০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ঢাকাতে বসেই ভারতীয় আনন্দ পাচ্ছেন, বাহ্ আনন্দ বাজার পত্রিকার টাইটেল দেখতে পাচ্ছেন, আপনি একাই পাচ্ছেন বলে আমাদের কষ্ট কম না কিন্তু! মহান সৃর্ন্টি কর্তা আপনাকে সহি বোঝ দান করুন। আমীন।

২৫| ০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৭

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: ঢাকাতে বসেই ভারতীয় আনন্দ পাচ্ছেন, বাহ্ আনন্দ বাজার পত্রিকার টাইটেল দেখতে পাচ্ছেন, আপনি একাই পাচ্ছেন বলে আমাদের কষ্ট কম না কিন্তু! মহান সৃর্ন্টি কর্তা আপনাকে সহি বোঝ দান করুন। আমীন।

ফতোয়া কোন ভালো জিনিস না। আমার কথার ভাব আপনি ধরতে পারেননি।

০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০১

এস.এম. আজাদ রহমান বলেছেন: ভাব ধরার মতো এতো যোগ্যতা সম্পন্ন মানুষ ক'জনা আছে জনাব?

২৬| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: শিরোনামটা যথাযথ হয়েছে।

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ

২৭| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:১০

রাজীব বলেছেন: ঠিক, যেমন ফুটবলে সালাহউদ্দিনের বিকল্প ছিলো না।

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২

এস.এম. আজাদ রহমান বলেছেন: সাকিব ও সালাউদ্দিন এক জিনিস নয় রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.