নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

পঞ্চম শ্রেণির বিপ্লবী আর বৈষম্যবিরোধী চাঁদাবাজি

০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫০



ব্লগ: পঞ্চম শ্রেণির বিপ্লবী আর বৈষম্যবিরোধী চাঁদাবাজি

বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে নতুন সংযোজন—
“পঞ্চম শ্রেণি পাস বৈষম্যবিরোধী নেতা সাইফুল ওরফে রাব্বি”।


হ্যাঁ, ভুল পড়েননি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই তিনি ঢাকায় চলে আসেন, আর সেখানেই তৈরি হয় এক মহান আন্দোলনসেনা। কিন্তু এই সেনার যুদ্ধক্ষেত্র ছিল না অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে, বরং হাসপাতালের ক্যাশবাক্সের সামনে।

পঞ্চম শ্রেণি থেকে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি
গ্রামের মানুষ অবাক হয়ে বলছে, “এই ছেলে তো সহজ-সরল ছিল, গরুর দেখাশোনা করত, গার্মেন্টসে কাজ করত। কবে যে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হলো!”
বস, এটাই হলো ঢাকার জাদু!
যেখানে পঞ্চম শ্রেণির সার্টিফিকেটই যথেষ্ট, যদি সঠিক স্লোগান দিতে পারেন আর ‘সঠিক চামড়া’ পরতে জানেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন সংজ্ঞা
একজন মৃত শিশু জন্ম নিল, সেটাকে কেন্দ্র করেই নাকি তিন লাখ টাকা চাঁদা দাবি।
তাহলে বুঝলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হলো.।

.... জীবিতরা নয়, মৃতরাও সমানভাবে বৈষম্যমুক্তভাবে লুটপাটের শিকার হোক।


নেতা বানানোর কারখানা/sb]
গ্রামে সবাই প্রশ্ন করছে: “পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েই কীভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হয়?”
উত্তরটা সহজ:
এখানে পড়াশোনা লাগে না, লাগে ‘স্পন্সর’।
কারা এসব ‘স্পন্সর’?
যাঁরা আন্দোলনকে ব্যবহার করেন নিজেদের দলীয় চাঁদাবাজি, হুমকি আর প্রেস কনফারেন্সের পেছনে।
নেতা বানানোর এই কারখানা এখন দেশব্যাপী।

এক বিপ্লবীর ট্র্যাজেডি/sb]
গার্মেন্টসে দুই হাজার টাকা আয় করে বাবা-মাকে পাঠাতো, আজ সেই ছেলে তিন লাখ টাকা দাবির আসামী।
বাবা এখনও ছাগল চরান, ছেলে এখন হাসপাতালের মালিক চরায়।
কোটা আন্দোলনের “বৈষম্যবিরোধী সমন্বয়ক” থেকে এক লাফে হাসপাতাল-মহল ‘চাঁদাবাজি সমন্বয়ক’।

শেষ কথা/sb]
সাইফুল শুধু গ্রেপ্তার হয়নি, সে আসলে আমাদের সময়ের আয়না।
যেখানে শিক্ষার যোগ্যতা নয়, বরং স্লোগান আর সিন্ডিকেটের দয়া কাউকে নেতা বানিয়ে দেয়।
তাহলে প্রশ্নটা আবারই ফিরে আসে:

>>>প্রশ্ন: ঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে কেউ কীভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হয়?
>>>উত্তর: কারণ বৈষম্যবিরোধী আন্দোলন আজ আসলে বৈষম্যমূলক চাঁদাবাজির বৃত্তান্ত ছাড়া কিছুই নয়।


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৫

এ সং অফ আইস এন্‌ড ফায়ার বলেছেন: একে যখন প্রথমবার আটক করা হয়, তখন হান্নান মাসউদ ছাড়িয়ে এনেছিলো। তাই না?

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি আপ‌নি স‌ঠিক ব‌লে‌ছেন

২| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: এরা মূলত হান্নান মাসুদের লোক।
এদের কাজই চাঁদাবাজি করা।

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: ও‌দের পা‌র্টির চাঁদাবাজির অঙ্গ-সংগঠন।

৩| ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: এদের কারণে চাদাবাজি বেড়েছে ।

০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:১১

এস.এম. আজাদ রহমান বলেছেন: অনেক কিছুই বেড়েছে।

৪| ০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৫

মাথা পাগলা বলেছেন: জুলাই সন্ত্রাসীদের চাঁদাবাজীর টাকার ভাগ হান্নান, নাহিদ, সারজিস, কালা পাডা সবাই পায়।

০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২১

এস.এম. আজাদ রহমান বলেছেন: হয়তোবা পায়, যেহেতু ওদেরই লোক ওরাই ছাড়ায়ে নেয়।

৫| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

বিজন রয় বলেছেন: এরা আর কি করবে।
এটা করেই জীবন পার করবে।

০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

এস.এম. আজাদ রহমান বলেছেন: কিন্তু সেটাতো সম্ভব নয় বিজন রয় দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.