![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার
তোফায়েল আহমেদের মরদেহ দাফন নিয়ে অচলাবস্থা
(আজকের কণ্ঠের প্রতিবেদন অবলম্বনে)
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতির শ্রেষ্ঠ সন্তান জনাব তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন দুই দিন আগে। অথচ এখনো পর্যন্ত তার মরদেহ হাসপাতালেই পড়ে রয়েছে। এর পেছনে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবারের মধ্যে তৈরি হওয়া জটিল দ্বন্দ্ব।
সরকারের আশঙ্কা ও ভোলায় জানাজার বিতর্ক
একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র জানিয়েছে, সরকার শঙ্কিত যে ভোলায় জানাজা অনুষ্ঠিত হলে সেখানে লাখো মানুষের ঢল নামতে পারে। এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি বিশাল জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটাবে, যা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
তাই সরকার চাইছে, ঢাকায় গোপনীয়তার সঙ্গে দ্রুত দাফন সম্পন্ন করা হোক। কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—তোফায়েল আহমেদকে তার জন্মভূমি ভোলায়, তার মায়ের কবরের পাশে দাফন করার ব্যাপারে তারা অনড়।
পারিবারিক দ্বন্দ্ব ও অচলাবস্থা
সংকটকে আরও ঘনীভূত করেছে পরিবারের অভ্যন্তরীণ পরিস্থিতি। তার ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল কারাগারে, অন্যদিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যরা আত্মগোপনে। ফলে দাফনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের মধ্যে একক সিদ্ধান্ত আসছে না।
পরিবারের অভিযোগ—যারা বর্তমানে মরদেহ তদারকি করছেন, তারা অন্য সদস্যদের হাসপাতালে প্রবেশে বাধা দিচ্ছেন, যা অচলাবস্থাকে আরও জটিল করে তুলেছে।
শোক, বিস্ময় ও নীরবতা
এই কিংবদন্তি নেতার মৃত্যুতে ভোলাসহ সারা দেশে গভীর শোক নেমে এসেছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে তিনি ছিলেন সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। কিন্তু বিস্ময়করভাবে—যেসব সুবিধাবাদী নেতা তোফায়েল আহমেদের ছত্রছায়ায় থেকে বছর বছর সুযোগ-সুবিধা ভোগ করেছেন, ৫ই আগস্টের পর থেকে তাদের কাউকেই আর দেখা যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রশ্ন
তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য। জনমনে এখন একটাই প্রশ্ন—কবে এই অচলাবস্থার অবসান হবে এবং কবে জাতির শ্রেষ্ঠ সন্তানকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবে দেশের মানুষ?
বিঃদ্রঃ বিষয়টির সত্যতা যাচাই করা হয়নি। আজকের কণ্ঠের প্রতিবেদন দেখেই এই পোস্টটি প্রস্তুত করা হয়েছে।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৪
এস.এম. আজাদ রহমান বলেছেন: দাফন গ্রামে করতে দিবে না সেটা নিয়েই সরকারের সাথে গেঞ্জাম চলছে বলে জানা যায়।
২| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর স্ত্রী ও সন্তান আছেন। তাঁরা যেখানে বলে সেখানে তাঁর লাশ দাফন করতে দেওয়া উচিত। ঢাকায় তাঁকে দাফন করলে ক্রাউড আরো বেশী হওয়ার কথা।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০২
এস.এম. আজাদ রহমান বলেছেন: এখানেই সমস্যা, তোফায়ের আহমেন এমন একজন মানুষ যিনি শুরু পরিবারের লোক না! আপনার ঢাকায় বেশি লোক হবে সেটা মানতে পারলাম না।
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০১
শেরজা তপন বলেছেন:
এবার আপনার স্বপক্ষে রেফারেন্স দিন না হলে আপনি একজন ভুয়া ব্লগার হিসেবে প্রমাণিত হবেন।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৪
এস.এম. আজাদ রহমান বলেছেন: রেফারেন্স অবশ্যই দেয়া আছে, ব্লগটি পড়ুন জানতে পারবেন, শুরু হেডলাইন পড়েই কমেন্টেস করেছেন বলেমনে হচ্ছে।
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০১
শেরজা তপন বলেছেন:
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৫
এস.এম. আজাদ রহমান বলেছেন: উত্তরটি নিশ্চয়ই আগের কমেন্টেস এর রিপ্লাইতে পেয়েছেন।
৫| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৬
আমি নই বলেছেন: আহা, কয়দিন আগেই কি দম্ভ, অহংকারে মাটিতে পা পরেনাই এনাদের। অথচ মৃত্যুর পরে হাসপাতালে পরে আছে। এই তোফায়েল যে কত হাজার কোটি টাকা চুরি করছে আল্লাহই জানে, আর এখন সারে তিনহাত মাটির জন্যে অপেক্ষায় থাকতে হচ্ছে। এদের দেখেও কারো শিক্ষা হয় না।
কোনো ভালো পোপারে এই সন্ক্রান্ত খবর দেখলাম না, আজকের কন্ঠ নামের পেপারের নামও আজকেই শুনলাম। এক যায়গায় লিখেছে পরিবার ভোলাতেই দাফনের কথা স্পষ্ট জানাইছে, আবার লিখেছে পরিবারের গুরুত্বপুর্ন কাউকে পাওয়া যাচ্ছে না। পরিবারের গুরুত্বপুর্ন কাউকে পাওয়া না গেলে ভোলাতেই দাফনের কথা স্পষ্ট করে জানালো কে? মনে হয় মনগড়া সংবাদ। তবে মরে গিয়ে থাকলে যত দ্রুত সম্ভব দাফন করা উচিৎ।
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৬| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:১০
আমি নই বলেছেন: ওকে, তোফায়েল মারা যান নাই। তোফায়েল সাহেবকে নিয়ে গতকালকের নিউজ হচ্ছে ওনাকে সিসিইউতে নেয়া হয়েছে। গত ৬ দিন ধরে তিনি স্কয়ার হাসপাতালের সিসিইউ’র বেড নম্বর-১০ এ ভর্তি রয়েছেন।
https://mzamin.com/news.php?news=182577#gsc.tab=0
আপনার নিউজটি ভুয়া।
৭| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১১:২৭
ধূসর সন্ধ্যা বলেছেন: আওয়ামি দালাল আর কাকে বলে! এখনও মারাই গেল না আর দাফন নিয়ে অচলাবস্থা পরিবারের বক্তব্য সরকারের আসঙ্কা সব বের হয়ে গেল!
৮| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১০
শ্রাবণধারা বলেছেন: মারা যাবার আগেই মরদেহ দাফন নিয়ে অচলাবস্থা নিয়ে রচনা লিখে আবার প্রকাশও করে ফেলেছেন। হা হা আপনার দ্বারা হবে!
"লেখাটা আজকের কন্ঠের প্রতিবেদন অনুসারে"!!! হা হা
৯| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তোফায়েল আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। ডাকসুর সাবেক ভিপি। সারাদেশে তাঁর ভক্ত আছেন। তাঁরা ঢাকায় থাকেন। সেজন্য ঢাকায় তাঁর বিষয়ে ক্রাউড বেশী হওয়ার কথা। তিনি শুধু ভোলার নন, বরং তিনি দেশের।তিনি সরকারী লোকদেরকে বিরক্ত করা পছন্দ করতেন না। তাঁর কর্মীরা আমাদেরকে বিরক্ত করায় আমাদের অফিস প্রধান থানায় অভিযোগ করেন। পুলিশ তাদেরকে ধরে হাজতে ভরে রাখলে তাদের লোক তোফায়েল আহমদকে বিষয়টি অবগত করে। তখন তিনি তাদের পক্ষে দাঁড়াতে অসম্মতি জানান। পরে আমাদের অফিস মুচলেকা নিয়ে তাদের থানা থেকে ছাড়ার ব্যবস্থা করেন। এরপর থেকে আমরা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন থেকে সর্বাধীক সুব্যবহার পেয়েছি। কিন্তু আওয়ামী রীগ ক্ষমতা ছাড়তেই বিএনপির এক লোক অফিসে গন্ডোগোল পাকায়।
১০| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৫
পুরানমানব বলেছেন: এসব বালের বালছাল লিখিতে আপনার ফি কেমন লইয়া থাকেন?
হারামির দল যত্তসব।
১১| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৮
নতুন বলেছেন: তোয়ায়েল আহমেদ মারা গেছে না বেচে আছে সেটা আপনি জাচাই না করতে গিয়ে তার মৃত্যুতে বর্তমান সরকার বিপদে পড়েছে সেটা নিয়ে আয়ামীলীগের অনুসারীদের মতন রাজনিতি শুরু করেছেন?
ব্লগার হিসেবে আপনার প্রথম দায়ীত্ব খবরের সত্বত্যা জানা। না হলে আপনিও গুজব প্রচার কারী হিসেবে জনপ্রিয় হয়ে যাবেন।
১২| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: হ্যা উনি মারা গেছেন। ইহা সত্য।
১৩| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৮
বিজন রয় বলেছেন: সবাই চিরদিন বেঁচে থাকে না।
১৪| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৮
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি বেকুব মানুষ, এসব নিয়ে লিখবেন না। আওয়ামী লীগ সমস্যায় আছে, আপনার মতো বেকুব লিখলে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে।
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: কিভাবে কথা বলতে হয় সেটা আগেতো শিখেন, তারপর উপদেশ দেবার চেষ্টা করতে পাবেন! যদিও আপনার সে যোগ্যতা কখনো হবে না। ভদ্রতা আচার আচরণ এগুলা পারিবারিক শিক্ষা, সেটা আপনার পরিপূর্ণ হয়নি। ধন্যবাদ।
১৫| ০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাতি, ঘোড়া গেল তল,
গাধা বলে কত জল...
আপা পালানোর পর আর কোন আশংকা নেই দেশে। তোফায়েল এমন কোন নেতা না যে, তারে নিয়ে বিশাল কিছু একটা হয়ে যাবে। মতিয়া চৌধুরী মারা গিয়েছে তো কী হয়েছে?
০২ রা অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪১
এস.এম. আজাদ রহমান বলেছেন: হাতি, ঘোড়্ কিংবা গাধার মত কথা বললেই সে মানুষ হয়ে যায় না।
১৬| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: জালিম অবৈধ সরকারের জুলুমের বিরুদ্ধে আপনার সাহসী প্রত্যয় বলিষ্ঠ প্রতিবাদী সত্যনিষ্ঠ কন্ঠস্বর চীরজাগ্রত থাকুক । মানুষের মনের কথা এই ভাবে লিখে ব্লগকে সমৃদ্ধ করতে থাকুন। সত্যের আলোয় মানুষকে আলোকিত করতে থাকুন, জাগ্রত করতে থাকুন। আর বেশি দেরি নাই, শীঘ্রই জালিম সরকারের পতন ঘটবে। তখন আপনাকে আমরা বিশেষ সম্বর্ধনা দেব।
০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:৩৬
এস.এম. আজাদ রহমান বলেছেন: ভালই হচ্ছিলো কিন্তু শেষে গিয়ে কি যেন বলে ফেললেন!
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘোষণা না দিয়ে কিছু সংখ্যক লোক নিয়ে জানাজা পড়িয়ে দাফন করলেই হয়ে যায়। তারপর আওয়ামী লীগ বিশাল আকারের গায়েবে জানাজা পড়ালেই হয়।