| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“এয়ারপোর্টে আগুন নয়, জ্বলে উঠেছে দেশের লজ্জা”
এয়ারপোর্ট আগুনের ইন্টারভিউ
কেউ বলছেন শর্ট সার্কিট, কেউ বলছেন কেমিক্যাল, কেউ বলছেন ঈশ্বরের ইচ্ছা—
কিন্তু দেখুন, এ দেশে কিছু ঘটলে তারও একটা সরকারি পলিসি থাকে।
ঢাকা বিমানবন্দরের কার্গো সেকশনেও তাই হয়েছে—
আগুন লাগার আগে নাকি সেখানে পর্যাপ্ত ফোম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের ভাইয়েরা নাকি নাটক দেখাচ্ছিলেন!
আগুন লেগেছে দুপুরে, কিন্তু বাঁচানোর চেষ্টা শুরু হয়েছে বিকেলে!
মনে হচ্ছে “আগুন নেভানো” নয়, “আগুন বাড়ানো” ছিলো মিশনের অংশ।
এখন প্রশ্ন উঠছে—এই আগুনের আসল কাজ কী?
বিলিয়ন ডলারের ক্ষতি, আন্তর্জাতিক কুরিয়ার এরিয়া পুড়ে ছাই,
আর তারপর যদি কেউ এসে বলে,
“আমরা তো সক্ষম না, তাই বিমানবন্দরটা আমেরিকাকে দিয়ে দিলাম”—
তাহলে আশ্চর্যের কিছু থাকবে?
বঙ্গোপসাগর গেছে, সেন্টমার্টিন যাচ্ছে,
চট্টগ্রাম বন্দরও হাতছাড়া হচ্ছে—
তাহলে ঢাকার বিমানবন্দরটা দিয়ে দিলে আমরা কি রাস্তায় নামতাম?
না ভাই, আমরা এত ছোটলোক না।
শুধু একটু জানিয়ে দিলেই হতো—
“দেশ চালাতে পারছি না, তাই হস্তান্তর করে দিচ্ছি।”
আমরা বলতাম, “ঠিক আছে স্যার, যেভাবে চান সেভাবেই দিন।”
কিন্তু না—
এখন তো নিয়ম হচ্ছে আগে জ্বালাও, তারপর বিক্রি করো।
আগুনই নতুন টেন্ডার ডাক!
এভাবে যদি চলে, তাহলে কাল হয়তো ঘোষণা আসবে—
“ফায়ার সার্ভিসও এখন বিদেশি কনসালট্যান্টের হাতে।”
কারণ আগুন নেভানোও এখন বিদেশ নির্ভর ব্যাপার।
২|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যথার্থ চিন্তা
এমন কিছু ঘটে গেলে অবাক হবো না,
.................................................................
নির্বাক হয়ে অভিসম্পাত করব
এ দেশে কেন জন্মালাম !!!
৩|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যথার্থ চিন্তা
এমন কিছু ঘটে গেলে অবাক হবো না,
.................................................................
নির্বাক হয়ে অভিসম্পাত করব
এ দেশে কেন জন্মালাম !!!
৪|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৭
আমি ব্লগার হইছি! বলেছেন: যতদিন চিটিং শান্তিময়ের কবলে দেশ
পথ খঁুজে পাবে না বাংলাদেশ
৫|
১৯ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: গুজব ছড়ানো বন্ধ করেন।
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৬
এস.এম. আজাদ রহমান বলেছেন: হ্যা কুতুম ভাই ঠিক বলেছেন, এখন যা বলবেন সবই গুজব। ইন্টারভিউটা শুনে আসেন কতটা গাফলতি ছিল। সেটা শুনেই বোধ করি আপনার কাছে গুজব মনে হয়েছে।
৬|
২০ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৫৪
আমি নই বলেছেন: পহেলা নভেম্বার থেকে নাকি সেন্টমার্টিনে যাওয়া যাবে, তো সেন্টমান্টিনের ভিসা কোথায় থেকে নিতে হবে? ইউএস এম্বাসি থেকে?
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:১৮
এস.এম. আজাদ রহমান বলেছেন: ইউএসএ এর কাজ হয়ে গেলে নিজ দেশেই পাবেন, আবার এখনো পাওয়া যায় তবে সবাই পায় না। অপেক্ষা করুন ৯টা গাড়ি ক'টায় ছাড়ে দেখার জন্য।
৭|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:২৬
শ্রাবণধারা বলেছেন: গুজবলীগ এবং উচ্ছিষ্টভোগীদের আইনের আওতায় আনা খুবই জরুরি।
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৭
এস.এম. আজাদ রহমান বলেছেন: আপনাদের সমস্যা হচ্ছে সাধারণ মানুষও এখন কথা বলছে যেটা আপনার পজিশন থেকে বুঝতে পারছেন না, তাই যেই সত্য কথা বলুক তাকে গুজবলীগ বলে চালিয়ে দিতে পারলেই যেন পার পেয়ে যেতে পারবেন.... আসলেই কি তাই , এতোটা অন্ধ না হলেও পারেন।
৮|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিভিন্ন নাশকতা ধংসকান্ড তো জুলাই ২৪ থেকেই চলমান।
৫ই আগস্টের পরে আরো বেশি মাত্রায় করা হয়েছে। ধারাবাহিক ভাবে হচ্ছে।
ইতিমধ্যেই শত শত শিল্প কারখানা, বন্দর হাতছাড়া করা পর্যটন ক্ষেত্র নষ্ট করা কর্মক্ষেত্র ধংস করা হয়েছে পরিকল্পিত ভাবে। লাখ লাখ মানুষ বেকার হচ্ছে, দরিদ্র হচ্ছে।। মেটিকুলাস ষড়যন্ত্র।
দেশে পর্যাপ্ত ধংসকান্ড হানাহানি যুদ্ধাবস্থা বেকারত্ব দারিদ্র্যতা না থাকলে তো দেশে জংগিবাদ মৌলবাদের চাষাবাদ হয় না।
সাম্রাজ্জবাদের সাহায্যে যেভাবে বিভিন্ন দেশকে পাকিস্তান, সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল, সেভাবেই হচ্ছে।
কিন্তু দেশের শিক্ষিত বোকা ভোম্বলগুলো এতকিছু দেখার পরও কুই কুই করে প্যাচিষ্ট ফ্যাচিষ্ট বলে আপাত আত্নতুষ্টি ....।
৯|
২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: দেশ এখন ছাগল সম্প্রদায়ের হাতে।
১০|
২০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেন্টমার্টিনে আমেরিকার ৩৫ যুদ্ধ বিমান উঠানামা করছে তা কম করে হলেও কয়েক হাজার তো হবেই, তাই না? ![]()
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২
আমি নই বলেছেন: বঙ্গোপসাগর গেছে, সেন্টমার্টিন যাচ্ছে,
বঙ্গোপসাগর কোথায় গেলো?
সেন্টমার্টিনে কি আমেরিকান বিমান নামা শুরু হয়েছে?