| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতার ডাক — আগুনে স্লোগান
স্বাধীনতা ছিনিয়ে নিলে— চুপ করে বসে থাকবো নাকি?!
ফুটপাথে, মাঠে, মানুষের ঘরে— জাগে আজ প্রতিরোধের ডাক!
যে দিন আমাদের স্বর কেড়ে নিলে,
যে দিন অন্ধকার চাপিয়ে দিলে—
সেই দিনই জন্ম নিল শপথ—
দমিয়ে রাখা যাবে না জনগণের রোষ!
১৭ মাসের রাত শেষ—
বেঁচে ফিরেছে ভোরের মিছিল!
এই বিজয়ের মাস—
শুরু হোক নতুন প্রতিরোধের ফসল!
তৃণমূল জাগে—
মানুষ জাগে—
মাটির নিচে আগুন লাগে!
শেকল ভাঙার সময় এসেছে—
সত্যের ওপর ঝড় তুলবে জনগণ!
এক দফা, এক আওয়াজ—
স্বাধীনতার পথে কেউ বাধা নয় আজ!
লাল-সবুজের শপথ করে বলি—
অত্যাচারের জাল ছিঁড়ে ফেলো!
দেশজুড়ে গর্জন তোল—
মুক্তির মিছিল থামবে না—এবার চলবে!