নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র...

বেনিইয়ামিন সিয়াম

বেনিইয়ামিন সিয়াম › বিস্তারিত পোস্টঃ

আমার অসুস্থ্য আম্মুর সেবা করার সামান্য চেষ্টা

০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:২৩

আম্মুঃ সিয়াম বাবা আমার এত খারাপ লাগে কেন?

আমিঃ আম্মু জানি না

আম্মুঃ আমার এত জ্বর কেন?

আমিঃ আম্মু তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে

আম্মুঃ কিছুই ভাল্লাগতেছে নারে বাবা।

আমিঃ আম্মু তোমার মাথায় পানি দিয়ে দেই?

আম্মুঃ তুই পারবি নারে বাবা, তোর আব্বুও আজকে নেই।

আমিঃ আম্মু পারবো, তুমি আমার বিছানায় শোও।

আম্মুঃ ঠিক আছে।



এই একটু আগের কিছু কথা আমার অসুস্থ্যও আম্মুর সাথে।

এতক্ষণ ধরে আম্মুর মাথায় পানি দিলাম।

পানি দেওয়ার সময়, আম্মু বলল বাবা ফ্যানটা বন্ধ করে দে।

ফ্যান বন্ধ করে এই গরমে দাঁড়িয়ে থেকে পানি ঢাললাম প্রায় আধাঘন্টা।

আল্লাহ্‌, তুমি আমার আম্মুকে তাড়াতাড়ি এই জ্বর থেকে মুক্তি দেও।



আল্লাহ্‌র কাছে হাজারো শুকরিয়া আমার এই প্রাণপ্রিয় আম্মুর সেবা করার জন্য আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। এই মা আমার ছোটবেলায় হয়তো এর থেকে কষ্ট করেও আমার সেবা করছিল।

আমার মা এর সেবা করার পর আমার কেন জানি অনেক ভাল্লাগতেছে।

হে আল্লাহ্‌, তুমি আমার আম্মুকে তাড়াতাড়ি এই জ্বর থেকে মুক্তি দেও।

সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫৬

জাহাঙ্গীর জান বলেছেন: আম্মুর সেবা করা সবার নসিবে থাকেনা, শুনে খুশি হলাম এর চেয়ে উত্তম কাজ আর কিছুই নেই আম্মুর জন্যে দোয়া রইল "আল্লাহ"ওনাকে সুস্থ করে দিবেন আমিন ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

বেনিইয়ামিন সিয়াম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.