![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*পাঁচ মিনিটের জন্য আপনাদের সাহায্য চাই, দয়া করে সাহায্য করুন।
রোজার দিনে আসুন একটা একটা ভালো কাজ করি,
রোজার মধ্যে ফেসবুক চালানোটাকে সার্থক করার সামান্য চেষ্টা।
আমার ফ্রেন্ড লিষ্টের সকল ধর্মের ফ্রেন্ডদের সাহায্য কামনা করছি।
হিন্দু কিংবা বোদ্ধ ধর্মের সবাই নিশ্চয়ই অন্য ধর্মের উপর শ্রদ্ধাশীল।
মহানবীকে (সাঃ) কে অবমাননা করে খোলা পেজ এটি ।
পেজের নাম মুখে আনতে পারছি না।
কেউ দয়া করে পেজে যেয়ে গালি দিবেন না।
তাহলে পেজের একটিভিটি বেড়ে যাবে ।ফলে রিপোর্ট করে পেজ বন্ধ অসম্ভব ।
*রিপোর্ট পদ্ধতি পিসি থেকেঃ
রিপোর্ট পদ্ধতি :
পিসি থেকে পেজটি ওপেন করে রিপোর্ট অপশানে যাবেন ।
তারপর IT'S harassing me or someone i know -> REPORT TO FACEBOK !
PC পেজ লিংক :
Click This Link
#মোবাইল থেকে :
প্রথমে এই লিংকটা কপি করুন ।
:https://m.facebook.com/profile.php?id=676232885745191&ref=stream&refid=52&__tn__=C
#এখন এই লেখাটি কপি করুন ''dear fb ,this page is a fake page which is harrasing a religion and their prophet .please ,ban this page from fb ''
তারপর , নিচের লিংকটা ওপেন করুন ।
Click This Link
SELECT PRODUCT ->PAGES
এরপর উপরে দেয়া লিংক ও ENGLISH TEXT কপি পেস্ট করুন ।
#*আবারও বলছি ,ঐ পেজটাতে যেয়ে কোনো কমেন্ট, ওয়াল পোস্ট করবেন না ।
লাইক কমেন্ট করে আপনার রিপোর্টের জানান দিন ।
#NOTE : এই পেজটা বন্ধের জন্য আমাদের রিপোর্ট পোস্ট প্রচুর শেয়ার দরকার ।
এজন্য আমাদের পেজে করা রিপোর্ট পোস্ট টির লিংক দিলাম :https://m.facebook.com/story.php?story_fbid=860588800622729&id=646335658714712&refid=17
উপরের লিংকের পোস্টটির #সর্বোচ্চ #শেয়ার চাই ।অন্তত ,১০০০ শেয়ার আগামী ২৪ ঘন্টাতেই
ধন্যবাদ।
আসুন এই রোজায় ফেসবুক চালানোকে সার্থক করি।
***আশা করি লিষ্টের সবাই পোষ্টটা শেয়ার করবেন।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: চেষ্ট করতে তো সমস্যা নাই ভাই
২| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০০
কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: করেছি রিপোর্ট
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: থ্যাঙ্কস
৩| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
আনিস৫১ বলেছেন: @ বেনিইয়ামিন সিয়াম প্রথমেই "নাউজুবিল্লা" । তারপর ,বেনিইয়ামিন সিয়াম ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সতর্ক করার জন্য । আল্লাহ্র কাছে দোয়া করি " এদেরকে তুমি হেদায়াত দাও, প্রভু আমি তোমার গোলাম, এই দাসের প্রার্থনা তুমি কবুল করো, এদের জ্ঞান দাও" । আমিন
অবশেষে বলছি @হেডস্যার কে, জনাব আপনি আপনার দায়িত্ব পালন করুণ, নতুবা চুপ থাকুন, "লাভ নাই, দুই দিন পরে জানাবে আমরা আপত্তিকর কিছু খুইজা পাই নাই " । এইসব "বেহিসাবি" আর "বে-আন্দাজি" কথাবার্তা বলে মানুষকে নিরুৎসাহিত করবেন না, আনুরুধ রইলো ।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৩
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: আমাদের চেষ্টা করতে তো আর কোন সমস্যা নেই রে ভাই
৪| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আনিস ৫১# ভালো কথা শুনলে গায়ে জ্বলে ক্যান???? এখানে হ্যাড স্যার খারাপ কি বলছেন??? যেটা সত্য সেটাই বলছেন,আর এখানে তিনি কাউকে নিরুৎসাহিত করেন নি। আপনার কথা যা বুঝলাম তিন সোমে পনেরো দিন হয়নি অনলাইন হয়েছেন।
২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৪
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: চেষ্টা করতে তো কোন সমস্যা নাই সুমন ভাই
৫| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
হেডস্যার বলেছেন:
রিপোর্টের ফলাফলঃ
যা বলেছিলাম তাই।
@আনিস৫১
ছোট ভাইয়া দুষ্টামি করে না।
তোমার বড় ভাইয়া কামরুল ইসলাম (সুমন) এর কথা শুনবা।
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১১:১১
বেনিইয়ামিন সিয়াম বলেছেন: আমিও সেইম পাইছিলাম
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪
আনিস৫১ বলেছেন: @কামরুল ইসলাম (সুমন) ভাই, আমি খারাপ বললাম কোথায় যেখানে প্রথমেই বললাম " জনাব আপনি আপনার দায়িত্ব পালন করুণ, নতুবা চুপ থাকুন " । আশা করি উত্তর দিবেন ।
@ হেডস্যার, কাজ হোক বা না হোক, হযরত মুহাম্মদ(সঃ) কে নিয়ে কেউ আজে-বাজে কথা বলবে, আর আমি এর প্রতিবাদও করবো না (নাউজুবিল্লাহ)! তাঁর আগে আল্লাহ্ যেন আমাকে মৃত্যু দেন (আমিন)।
#সবার প্রতি স্রদ্ধা রেখেই বলছি, আমি তেমন কোন শক্তিশালী-ক্ষমতাধর মানুষ না, যদি হতাম তাহলে যেভাবেই হোক আমি উক্ত Face-book ব্যাবহারকারীকে শনাক্ত করতাম এবং আদালতে বিচারের ব্যাবস্থা করতাম। কিন্তু আমি সাধারণ মানুষ, আমার এত কিছু করার মতো সামর্থ্য নেই । তাহলে আমার "প্রশ্ন" (?) আমি এখন কি করবো । আমি এই অবস্থায় যা করতে পারি তা হল "বিরোধিতা" করা । "Report" করার মাধ্যমে আমার মত অক্ষম আর নিষ্কর্মা মানুষ উক্ত page টার বিরোধিতা করলাম ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪
হেডস্যার বলেছেন:
করলাম।
কিন্তু লাভ নাই, দুই দিন পরে জানাবে আমরা আপত্তিকর কিছু খুইজা পাই নাই।