![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগষ্টের দ্বিতীয় সপ্তাহের টিআরপিতে দেশের মিশ্র ঘরানার চ্যানলেগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে অবস্থান নিয়েছে চ্যানেল আই। আর সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে এ তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছে একাত্তর। চলতি বছরের ৩৩তম সপ্তাহের (১০-১৬ আগস্ট) ভিউয়ারশিপ রিপোর্টের জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) এ থেকে এ তথ্য জানা গেছে।
১৬১ জিপিআই নিয়ে দেশের মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় শীর্ষে অবস্থান নিয়েছে চ্যানেল আই। ১৫৭ জিপিআই নিয়ে তালিকার দ্বিতীয় চ্যানেল এটিএন বাংলা।
এনটিভি রয়েছে ৩ নম্বরে। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ১৪১।
বাংলাভিশনের অবস্থান ৪। জিপিআই ছিল ১৩৬। আরটিভির জিপিআই ছিল ১১৯। এটি রয়েছে ৫ নম্বরে।
দেশটিভির অবস্থান ৬। জিপিআই ছিল ১১২। মাছরাঙা রয়েছে ৭ নম্বরে। জিপিআই ১০৫।
৯৭ জিপিআই নিয়ে বৈশাখী টেলিভিশন রয়েছে ৮ নম্বরে। একুশে টেলিভিশনের জিপিআই ৯০। এটি রয়েছে ৯ নম্বরে।
মাইটিভি রয়েছে ১০ নম্বরে। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ৮৩। ৬৯ জিপিআই নিয়ে জিটিভি রয়েছে ১১ নম্বরে। এসএ টিভি রয়েছে ১২ নম্বরে। জিপিআই ছিল ৫৭।
চ্যানেল টোয়েন্টিফোর রয়েছে ১৩ নম্বরে। জিপিআই ছিল ৫০। মিশ্র ঘরানার চ্যানেলগুলোর মধ্যে সংবাদ শাখায় সবশেষ চ্যানেল বিটিভি। ৪৮ জিপিআই নিয়ে চ্যানেলটির রয়েছে ১৪ নম্বরে।
এদিকে, সংবাদভিত্তিক চ্যানেলগুলোর মধ্যে ১১৩ জিপিআই নিয়ে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছে একাত্তর।
সময় টিভির জিপিআই ১০৮। এটি রয়েছে ২ নম্বরে। ১০২ জিপিআই নিয়ে এটিএন নিউজ রয়েছে ৩ নম্বরে। তালিকার শেষ অবস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট। ৭৫ জিপিআই নিয়ে এর অবস্থান ৪।
©somewhere in net ltd.