নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনায়েত-৪

এনায়েত-৪ › বিস্তারিত পোস্টঃ

কোরিয়ার প্রেক্ষাগৃহে বাংলাদেশী সিনেমা ‘টেলিভিশন’

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

‘টেলিভিশন’ চলচ্চিত্রটি এবার মুক্তি পাচ্ছে দণি কোরিয়ার প্রেক্ষাগৃহে। ছবিটি সিউল, বুসান ও দেইগু শহরেও একযোগে মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর। ছবিটির মুক্তি দিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তিন দিনের জন্য কোরিয়ায় যাচ্ছেন। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, কোরিয়া ও হংকংকে চলচ্চিত্রের বড় বাজার হিসেবে ধরা হয়। এ রকম একটি শক্তিশালী বাজারে ‘টেলিভিশন’ ছবিটির মুক্তি নিশ্চিত হওয়াকে বাংলাদেশের চলচ্চিত্রের আরেক ধাপ এগিয়ে যাওয়া বলেই মনে করছেন ফারুকী। ফারুকী বলেন, ‘এই প্রথম বাংলাদেশের বাইরে আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে।



জানা যায়, নভেম্বর-ডিসেম্বরে ‘টেলিভিশন’ ছবিটি কেরালা, কলকাতা ও জাকার্তার নেটপ্যাক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। এদিকে ২২ নভেম্বর গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে দণি এশীয় চলচ্চিত্রের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বক্তব্য দেবেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য এই কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটানের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাও বক্তব্য দেবেন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.