নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এনায়েত-৪

এনায়েত-৪ › বিস্তারিত পোস্টঃ

আজ রাত বা কাল সকালে পৃথিবীতে ভেঙে পড়বে ইএসএর গবেষণা উপগ্রহ! তবে কোন দেশে পড়বে, তা বিজ্ঞানীরা বলতে পারছেননা।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

২০০৯ সালে মহাকাশে পাঠানো ইউরোপ স্পেস এজেন্সির (ইএসএ) উপগ্রহটি রবিবার রাতে অথবা আগামীকাল সোমবার পৃথিবীতে ভেঙে পড়তে পারে। বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। তবে কোথায় এটি ভেঙে পড়বে তা জানাতে পারেননি বিজ্ঞানীরা। জনবসতি এলাকায় পড়ে যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে এজন্য বিজ্ঞানীরা ইউরোপের দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। খবর স্কাই নিউজের।



ইএসএর বিজ্ঞানীরা বলেছেন, ১১শ কেজি ওজনের গবেষণা উপগ্রহটি দ্রুত নিচের দিকে পড়ছে। পৃথিবী থেকে ৫০ মাইল ওপরে থাকতে এটা বহু খণ্ডে বিভক্ত হয়ে কোনো কোনো অংশ আকাশেই পুড়ে যেতে পারে। তারপরও উপগ্রহটির ইঞ্জিনসহ ২০০ কেজি ওজনের টুকরো ভূপৃষ্ঠে আঘাত হানবে। ইএসএর বিজ্ঞানী হেইনার ক্লিনকার্ড বলেছেন, এ মুহূর্তে আমরা বলতে পারছি না এটা কোথায় পড়বে। তবে এটা ৮৫ উত্তর দ্রাঘিমা অথবা ৮৫ দক্ষিণ দ্রাঘিমার বাইরে পড়বে না।



মহাকর্ষীয় অবস্থা থেকে পৃথিবীর বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য উপগ্রহটি পাঠানো হয়েছিল। সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ও সমুদ্রের গতিবিধি জানার জন্য এই গবেষণা কর্মটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গত মাসে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে উপগ্রহটির মিশন থেমে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.