![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার বসন্ত আসবে, আবার গাছে গাছে ফুল ফুটবে তখন শুধু............. সুকান্ত ভট্রাচার্য্য
আমার প্রিয় স্বদেশ এখন অনেকটা উত্তপ্ত। কারণ বলতে গেলে বলতে হয় অনাকাঙ্খিত। ধর্ম নিয়ে এতটা বাড়াবাড়ি আর কখনও হয়েছে বলে আমার জানা নেই । রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেয়ে ধর্ম দিয়ে রাজনীতি মোকাবেলা করার চেষ্ঠা চলছে এখন। তা না হলে দেশের সিংহভাগ মানুষ যখন মুসলমান, তখন এমন হওয়ার কথা নয়।
প্রায় চল্লিশ বছর ধরে দেখছি আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম ইসলাম সে আগের মতই আছে। তা থাকার কথা অবশ্যই। মানুষ নষ্ট হতে পারে, ধর্ম নষ্ট হওয়ার সুযোগ নেই। কারণ ধর্ম ও ধর্মের বানী অপরিবর্তনশীল। ধর্ম পালন করতেও আমরা কখনও বাধাগ্রস্ত হইনি কখনো। তাই ধর্ম গেলো, জাত গেলো বলে চিল্লানো কতটা যুক্তি সম্মত তা বুঝতে পারছি না। ইসলাম শান্তির ধর্ম, একথা শুধু মুখে বললে হবে না। তা প্রমান করার দায়িত্বও আমাদের।
আমাদের রাষ্ট্র ও সমাজ ধর্মের ব্যাপারে যথেষ্ট উদার। যার যার ধর্ম সে সে পালন করছে নির্বিবাদে। আমাদের এই শান্তিপূর্ণ দেশটাকে আমরা বিশ্বের অন্যান্য অস্থিতিশীল দেশের মত করে দেখতে চাই না। চাই সকল ধর্ম ও মতের মানুষ এক হোন, আমরা শান্তি চাই। ধর্মের নামে বাড়াবাড়ি চাই না।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
এসএমফারুক৮৮ বলেছেন: হয়েছিল, তবে এভাবে রাজনীতি করণ হয়নি।
আপনাকে ধন্যবাদ।
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩
পুংটা বলেছেন: সবাই সামনে যায়... আর এরা যায় পেছনে। পেছনে, বু্ইঝা নল।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
এসএমফারুক৮৮ বলেছেন: অবস্থা সে রকমই ভাই।
দেশটাকে বিপদের মধ্যে ঠেলে দেয়া ছাড়া আর কিছু নয় !
ধন্যবাদ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭
বাঙলি বলেছেন: রুশদির মৃত্যুদণ্ড কি এখনও বহাল আছে?
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১
এসএমফারুক৮৮ বলেছেন: এখন কোন অবস্থায় আছে তা জানি না।
ধন্যবাদ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রুশদীর মৃত্যুদন্ড তো কোন কোর্টে দেয়া হয়নি। হুজুর খোমেনীর জবানীতে হয়েছিল।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
এসএমফারুক৮৮ বলেছেন: পরের টুকু বলতে পারবো না।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৯৮৯ সালে একবার সালমান রুশদীকে নিয়ে মিছিল হয়েছিল্