নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম আই আহামেদ

ছাত্র

এস এম আই আহামেদ › বিস্তারিত পোস্টঃ

বিবাহ বিচ্ছেদ

০৮ ই মে, ২০১৫ রাত ৩:০৩

আমার এই লিখাটি আমাদের রাজধানী শহর ঢাকার বিবাহ বিচ্ছেদের হার ভয়াবহ হারে বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে ।

জীবনটা বড় অদ্ভুদ কেউ কারো রং এ সাজতে চায়না ।হউক সে ভালবসার মিস্টি রং কিংবা কল্পনার সাজ ।

প্রিয় বন্ধনের মানুষটিকে ছেড়ে যাওয়ার জন্য কত লজিকিনা আমরা দার করাই। প্রতিটি মানুষের একটি সতন্ত্র সত্তা থাকে , যাহা দুসনীয় নয় বরং সাভাবিক । কিন্তু সমাজে বা পরিবারের মধ্যে বাস করতে গেলে আমরা যদি শুধুমাত্র আমাদের মৌলিক সত্তা গুলোই ধরে রাখি তাহলে নানাবিধ সম্পর্কগত সমস্যা গুলো প্রবল থেকে আরো প্রবলতর হবে।একটু সহনশীলতা ,শ্রদ্ধা , আর উত্সর্গ করার মানুষিকতা থাকলেই পারিবারিক জীবনের অনেক কলহ মাথা তুলে দাড়াবার আগেই শেষ হয়ে যাবে।

পশ্চিমা সংস্কৃতির প্রভাব আমাদের চিন্তা ধারায় বেপক পরিবর্তন আনছে ।ওদের যেমন কথায় কথায় ব্রেকআপ ও ডিভোর্স হয় , ওদের অনুসড়ন করে সেই বাতাস বইতে শুরু করেছে আমাদের বঙ্গ ললনাদের মধ্যেও(নারীদের দিক থেকে ডিভোর্স এর আবেদন বেসি ছিল) ।এইপশ্চিমা দেশ গুলোতে এক জন নারী সর্বময় ক্ষমতার অধিকারী । তাদের সামাজিক পরিবেশও আমাদের মত নয় ।যে কারণে বিবাহ বিচ্ছেদের পরেও এক জন নারী সেই সমাজে টিকে থাকতে পারে (পশ্চিমাদের ভালো দিক গুলো অনুসরণে আমার কোনো আপত্তি বা দ্বিমত নেই )।কিন্তু আমাদের দেশে এখনো এমন পরিবেশ তৈরী হইনি যে একজন নারী তার পূর্ণ অধিকার ও সম্মান নিয়ে একাকী জীবন যাপন করতে পারবে । সুধু ডিভোর্সি নারী হওয়ার জন্যই তার বৈরী পরিবেশের সম্মুখীন হতে হবেনা এটাও আশা করা সমীচিন নয় ।


তাই একে অপরের উপর ভালবাসা ,শ্রদ্ধা ও বিশ্বাস অক্ষুন্ন রেখে আমাদের মৌলিক একঘুয়ে চাওয়া পাওয়ার গুলোর সাথে আমাদের সঙ্গীর যৌক্তিক ভালো লাগা মন্দ লাগা গুলোকে একটু যোগ করে নেই । আর এর বিনিময়ে যদি কসাথে মাথা উচু করে সম্মানের সাথে পথ চলা যায় তবে ক্ষতি কি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.