নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

হজরত কেবলা বাবা গাউসুল আযম মাইজভান্ডারী রহঃ স্মরণে

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬



বাবা ভাণ্ডারী আমার নুরের কাণ্ডারি

দয়া কর আমায় তুমি দয়াল ভাণ্ডারী

মাদানী গুলের তুমি সৌরভ

তুমি বাংলার মহা গৌরব।।



আওলিয়াকুলে তুমি অনন্য

জগত সভায় তুমি মান্য-বরেণ্য

তোমার গৌরব গাঁথা কী লিখিব?

আমি যে অতি হীন-নগণ্য ।।



তোমার পদতলে যে পেয়েছে ঠাঁই

মহা ভাগ্যবান সে, জীবন তার ধন্য

ওগো বেলায়াতী নুরের সাগর!

নাম তব ফয়েজের আকর।।



তব তাওহীদী নুরের আভা

কিছু মোরে দাও ভিক্ষা

ওগো পীরে লা-ছানী!

গাউছে মাইজভান্ডারী।।



দয়াল নবীর ২খানা নূরানী টুপি

একখানা পেলেন গাউছে জিলানী

আর একটি পেলে তুমি

গাউছে আযম মাইজভান্ডারী।।



লাখো-কোটি জগতবাসী

স্মরে তোমায় দিবানিশি

তব পদে করি মিনতি

দয়া কর অধমের প্রতি।।



বাহ!বাহ!! ধণ্য মানি

গাউছে আযম মাইজভান্ডারী।।

তব আগমণে ধন্য হল

বাংলার পথহারা নরনারী।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.