নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

এখন আমাদের উচিত বেশি বেশি করে তাওবা-ইস্তেগফার ও দরুদ শরীফ পড়া।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

দেশের বর্তমান দূরবস্থা দেখে কেন যেন বার বার আমার একটা কথাই মনে পড়ছে।আর তা হল এখন আমাদের উপর খোদায়ী শাস্তি চলছে। আমাদের পাপ ও নাফরমানির কারনে আল্লাহ্‌ আনেক বেজার হয়েছেন। তাই আমাদের আমলকে ঠিক করার জন্য দুইজন জালেমকে দিয়ে শায়েস্তা করছেন। এখন আমাদের উচিত বেশি বেশি করে তাওবা-ইস্তেগফার ও দরুদ শরীফ পড়া।

হে আল্লাহ্‌ পবিত্র রবিউল আউয়াল শরীফের উসীলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও। দেশের অবস্থা ভাল করে দাও। মানুষের মনকে ইসলামের দিকে ঘুরিয়ে দাও। এদেশে পবিত্র কুরআন ও সুন্নাহ মুতাবিক শাসন কায়েম করে দাও। ওহাবী, মওদুদী, আহলে হাদীস ও দেওবন্দীদের ফিতনা থেকে আমাদের দ্বীন ও ঈমান রক্ষা কর। আমীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন।। বি রাহমাতিকা এয়া আরহামার রাহিমীন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.