নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। নফসের চাপে, শয়তানের ফাঁদে অনেক পাপ করা হলো,
সব পাপ হবে মাফ, চলো ভাই! একবার হজ্বে যাই চলো!!
২। ফাঁকিবাজি-ফন্দিবাজি, আলস্য নিদ্রায় জীবনের বাতি নিভূ নিভূ প্রায়,
পাক কাবা ঘর ডাকছে সদাই, আয়রে পাপী মোর কাছে আয়!
৩। হেলা-ফেলা রং তামাশায়, দিন যে আমার যায় কেটে যায়,
ক্ষমার আশায়, যাই ছুটে যাই, কাবার পথে চলো সাথী ভাই!!
৪। হাজীরা কতনা সৌভাগ্যবান! তাঁরা আল্লাহ্র মেহমান,
মক্কা-মদীনা, আরাফা-মিনা দেখে জুড়াবে প্রাণ!!
৫। সব গুনাহের হবে ক্ষমা, জান্নাত পাবে ইনাম,
আল্লাহ্র মেহমান,হাজীরা কতনা সৌভাগ্যবান!!
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
এস এম ইসমাঈল বলেছেন: দোয়া করি আপনার হজ নসীব হোক! আমীন!!
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
কালের সময় বলেছেন: ইনশাল্লাহ যোদি মহান সৃষ্টি কর্তা কোন দিন তৌফিকে রাখেন তাহোলে
যাবো ।